জেড্ডায় আইপিএল ২০২৫-এর মেগা নিলাম শেষ হয় সোমবার। দু'দিনের আইপিএল নিলাম থেকে বাকি ৯টি দলের মতো ঘর গুছিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্সও। বুধবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যা⭕চে মাঠে নামেন কেকেআরর ৯ জন ভারতীয় ক্রিকেটার। যাঁদের মধ্যে দুর্দান্ত পারফর্ম্যান্স মেলে ধরেন অজিঙ্কা রাহানে ও বরুণ চক্রবর্তী। দেখে নেওয়া যাক কেকেআরের ভারতীয় তারকারা মুস্তাক আলি ট্রফির তৃতীয় রাউন্ডের লিগ ম্যাচে কে কেমন পারফর্ম্যান্স উপহার দিলেন।
𒉰 ১. রিঙ্কু সিং- মণিপুরের বিরুদඣ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে উত্তরপ্রদেশের হয়ে ব্যাট করার সুযোগ হয়নি রিঙ্কু সিংয়ের। তবে ১ ওভার বল করেন তিনি। মাত্র ৭ রান খরচ করেন রিঙ্কু। কোনও উইকেট পাননি।
২. অংকৃষ রঘুবংশী- মহারাষ্ট্রের বিরুদ্ধে মুস্তাক আলির ম্যাচে মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন অংকৃষ রঘুবংশী। তিনি ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বল༒ে ২১ রান করে সাজঘরে ফেরেন। সেই সঙ্গে ম্যাচে ৩টি ক্যাচ ধরেন অংকৃষ।
৩. অজিঙ্কা রাহানে- মহারাষ্ট্রের বিরুদ্ধে মুস্তাক আলির ম্যাচে মুম্বইয়ের হয়ে চার নম্বরে ব্যাট করতে নামেন অজিঙ্কা রাহানে। তিনি মারকাটারি হাফ-সেঞ্চুরি করেন। মাত্র ৩৪ বলে ৫২ রান করেꩵ সাজঘরে ফেরেন অজিঙ্কা। মারেন ৩টি চার ও ৩টি ছক্কা।
৪. বেঙ্কটেশ আইয়ার- পঞ্জাবের বিরুদ্ধে মুস্তাক আলি ট্র🗹ফির ম্য়াচে মধ্যপ্রদেশের হয়ে ১৫ꦬ বলে ২২ রান করে অপরাজিত থাকেন বেঙ্কটেশ আইয়ার। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। সেই সঙ্গে ১ ওভার বল করে ১২ রান খরচ করেন বেঙ্কটেশ। যদিও কোনও উইকেট পাননি তিনি।
৫. রমনদীপ সিং- মধ্যপ্রদেশের বিরুদ্ধে মুস্তাক আলি ট্রফির ম্য়াচ🤡ে পঞ্জাবের হয়ে ৩ বলে ꦆ২ রান করে আউট হন রমনদীপ সিং। পাশাপাশি ৩ ওভার বল করে ৩৪ রানের বিনিময়ে ১টি উইকেট নেন তিনি।
❀৬. মায়াঙ্ক মার্কান্ডে- মধ্যপ্রদেশের বিরুদ্ধে মুস্তাক আলি ট্রফির ম্য়াচে পঞ্জাবের হয়ে ২ ওভার বল করে ২৪ রান খরচ করেন মায়াঙ্ক। যদিও কোনও উইকেট পাননি তিনি। ব্যাট করার সুযোগ পাননি মায়♚াঙ্ক।
৭. অনুকূল রায়- হিমাচলপ্রদেশꩲের বিরুদ্ধে মুস্তাক আলি ট্রফির ম্য়াচে ঝাড়খণ্ডের হয়ে ২ বলে ১ রান করে আউট হন অনুকূল রায়। সেই সঙ্গে ৪ ওভার বল করে ৩৩ রানের বিনিময়ে 💞১টি উইকেট নেন অনুকূল।
৮. বৈভব আরোরা- ঝাড়খণ্ডের বিরুদ্ধে মুস্তাক আলি ট্রফির ম্য়াচে হিমাচলপ্রদেশের হয়ে ১টি ছক্কার সাহায্যে ১১🔯 বলে ১১ রান করেন বৈভব আরোরা। সেই সঙ্গে ৪ ওভার বল করে ৩৩ রান খরচ করেন তিনি। যদিও কোনও উইকেট পাননি বৈভব।
৯. বরুণ চক্রবর্তী- বরোদার বিরুদ্ধে মুস্তাক আলি ট্রফির ম্য়াচে তামিলনাড়ুর হয়ে ৪ ওভারে ৪🌳৩ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন বরুণ চক্রবর্তী।
বুধবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে মাঠে নামেনন💫ি হর্ষিত রানা, উমরান মাল꧒িক, লুবনিথ সিসোদিয়া ও মণীশ পান্ডে।