🌜 আইপিএল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ছিটকে যাওয়ার পর থেকেই বিরাট কোহলি এবং তাঁর দলের বিরুদ্ধে পরপর তোপ দেগেছেন প্রাক্তন ক্রিকেটার অম্বতি রায়াডু। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বিরাটদের জয়ের পর থেকেই কোহলিকে ব্যক্তিগত স্তরেই আক্রমণ করেছেন রায়াডু। তাঁর দলের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন, এমনকি তাঁর অরেঞ্জ ক্যাপ পাওয়া নিয়েও প্রশ্ন তোলেন দক্ষিণ ভারতের এই ক্রিকেটার। আরসিবি ছিটকে যাওয়ার পর, তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন জাদেজাদের এক ভিডিয়ো, সেই সঙ্গে লিখেছিলেন, কখনও কখনও মনে করিয়ে দিতে হয়। আইপিএলের বিশেষজ্ঞ এবং ধারাভাষ্যকারের ভূমিকায় থাকলেও বিন্দুমাত্র নিরপেক্ষতা দেখাতে পারেননি ধোনির দলের এই প্রাক্তন সদস্য। আর তাতেই রায়াডুর ওপর বিরক্ত প্রাক্তন ক্রিকেটাররা। যদিও প্রাক্তন ইংরেজ ক্রিকেটার কেভিন পিটারসেনকে বিরাট নিয়ে এমন দাবি রায়াডু করেছেন, যা শুনে হাসাহাসি শুরু হয়ে গেছে সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন-𒁏জিতল নাইট রাইডার্স তবে চিপকের মাঠে SRK-র গলায় সিএসকে ধ্বনি, দেখুন ভিডিয়ো
🥃আইপিএলে এবারে ১৫০ রানেরও বেশি ব্যবধানে অরেঞ্জ ক্যাপ জিতেছেন বিরাট কোহলি। যেখানে তিনি করেছেন ৭৪১ রান, সেখানে দ্বিতীয় স্থানে থাকা রুতুরাজ গায়েকওয়াড়ের সংগ্রহ ৫৮৩ রান। এমনিতে আরসিবির সমালোচনায় মুখর থাকলেও বিরাটের এই পারফরমেন্সের পর বিশ্লেষণমূলক অনুষ্ঠানে টি২০ বিশ্বকাপজয়ী ইংরেজ তারকা পিটারসনকে অদ্ভূত যুক্তি দিলেন রায়াডু। তিনি দাবি করেন, বিরাটের জন্য নাকি দলের যুব প্রতিভারা পারফর্ম করতে পারছেন না। কারণ বিরাট সব সময়ই ভালো পারফরমেন্স দেওয়া চেষ্টা করছেন, আর সেটাই নাকি উঠতি ক্রিকেটারদের কাছে কঠিন হয়।
🌺আরও পড়ুন-IPL 2024-প্লে অফে টানা অর্ধশতরান,বিরাট-রোহিতদের পিছনে ফেলে রেকর্ড KKR-এর বেঙ্কটেশ আইয়ারের
💦একথা শুনে কেভিন পিটারসেন ভিন্ন মত ব্যক্ত করে বলেন, এটা তো যুবদের জন্য ভালো দিক। সঞ্চালক মায়ান্তি ল্যাঙ্গারও বলেন, বিরাটের পাশে রজত পতিদারও তো ভালে খেলছেন। তবুও নিজের যুক্তিতে অনড় থেকে রায়াডু বলেন, 'পাতিদার তো বিরাট কোহলি নয়। কখনও কখনও বিরাট কোহলি হওয়াটাও বোঝার মত, কারণ বাকিরা তো কেউ সমমানের হতে পারবে না। তাই কোহলির বরং নিজের খেলার মান কিছুটা নামিয়ে দেওয়া উচিত, তাহলে যুব প্রতিভারাও সাহস পাবেন '। তাঁর এমন মন্তব্যে শুরুতে একটু অবাক হলেও পরে ম্যাথিউ হেডেন বিষয়টি হাল্কা করে দেন।
🌌অম্বতি রায়াডুর কথা শুনে ম্যাথিউ হেডেন বলেন, ‘ভালো করলে, তুমি বিষয়টা খুলে বললে। তবে আমি অ্যালান বর্ডার, স্টিভ ওয়াহর নেতৃত্বে খেলেছি, ওরাও কিন্তু ক্রিকেটারকে এমন কিছুই করতে বলে না যাতে উঠতি তারকাদের অসুবিধা হয়। তবে প্রত্যেক ম্যাচেই সেরাটা দিয়ে জেতার চেষ্টা করতেন, তাতেই ক্রিকেটাররা উদ্বুদ্ধ হত ’ ।