প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরের নাম করে ফেক আর্টিকেল পাবলিশ, তা দেখে রীতিমতো ক্ষেপে গেলেন এই কিংবদন্তি। অভিযোগ, তাঁর নাম করে ক্রিকেট সেপশন নামে ওয়েবসাইটে একটি আর্টিকেল প্রকাশিত হয়, যার হেডলাইন ছিল- ‘নেতৃত্বে একটি নতুন যুগ: বুমরাহের অধিনায়কত্ব এবং কোহলির নেতৃত্ব টিম ইন্ডিযꦰ়াকে পুনরুজ্জীবিত করে।’ সেখানে বিশ্লেষণ করা হয় কীভাবে বুমরাহ তাঁর লিডারশিপ স্কিল এবং প্রাক্তন ভারত অধিনায়ক বিরাটের সাহায্যে পার্থে অজিদের উপর ছড়ি ঘোরাতে সক্ষম হন। সেই আর্টিকেলে রোহিত শর্মার অনুপস্থিতিকে ‘আশীর্বাদ’ হিসেবে উল্লেখ করা হয়। এছাড়াও বলা হয় ‘ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের লিডারশিপের বিষয়টি নিয়ে ভাবা উচিত।’
এরপরেই বিষয়টি নিয়ে মুখ খোলেন সুনীল গাভাসকর। তিনি একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘হাই, আমি সুনীল গাভাসকর, আমি জানাতে চাই যে একটি ক্রিকেট ওয়েবসাইট আমার নাম ব্যবহার করে একটি আর্টিকেল পাবলিশ করেছে, যা সম্পূর্ণরূপে ফেক। সেই লেখার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি অবিলম্বে ওই ওয়েবসাই⛎টকে বলব লেখাটি সরিয়ে নেওয়ার জন্য। আমার কাছে ক্ষমাপ্রার্থনা করুক ওরা, যদি তাড়াতাড়ি না ব্যবস্থা গ্রহণ করে তাহলে আমি বিষয়টি আমার লিগাল টিমের কাছে জানাব। তাই আমি বলছি ওই আর্টিকেলে যা লেখা রয়েছে তার প্রতিটি শব্দ মিথ্যে, একটিও বিশ্বাস করবেন 🌠না আপনারা।’
প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার একাদশে অশ্বিন অথবা জাদেজাকে না দেখতে পেরে অবাক হয়েছিলেন সুনীল গাভাসকর। লাইভ টিভিতেই ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘এটা সত্যিই আশ্চর্যজনক যে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা এই টেস্টে খেলছেন না। তারা তো টেস্ট ম্যাচে ৯০০ উইকেট নিয়েছে। তারা এমন বোলার নয় যে শুধুমাত্র ভারতীয় বা উপমহাদেশীয় পরিস্থিতিতে খেলতে পারে। তারা খুবই চতুর এবং অভিজ্ঞ বোলার। তারা আপনাকে উইকেট না এনে দিলেও, তারা যে চতুরতার সঙ্গে বোলিং করে সেই কারণে তারা স্কোরিং হার কমিয়ে দিতে সক্ষম হবে।’ উল্লেখ্য, বর্ডার-গাভাসকর ট্রফির অধীনে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে🍨 ৫টি টেস্ট ম্যাচ খেলবে। যার প্রথমটি শুক্রবার থেকে শুরু হয়েছে পার্থে। সেখানেই ধারাভাষ্যকর হিসেবে উপস্থিত রয়েছেন এই কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার। ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৬ ডিসেম্বর থেকে𝓡 অ্যাডিলেডে।