হর্ষিত রানা, বিদ্বথ কা💞ভেরাপ্পারা না হয় ঘরোয়া ক্রিকেটার, 🧜তবে আর্শদীপ সীমিত ওভারের ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে হাত পাকিয়েছেন। ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি। তাই রিয়ান পরাগ যখন লাল বলের ক্রিকেটে বোলারদের সম্মান না দিয়ে টি-২০'র মতো ব্যাট চালাচ্ছিলেন, বিষয়টা ভালো চোখে দেখেননি আর্শদীপ।
বিশেষ করে আর্শদীপের এক ওভারে রিয়ান ৩টি বাউন্ডারি মারার পরে পালটা দেওয়ার তালে ছিলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার। শেষমেশ পরাগের উইকেট তুไলে নিয়ে আর্শদীপ যে আগ্রাসন দ🔯েখান, সেটা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলা যায়।
সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে প্রায়শই ꦆআগ্রাসী ব্যাটিং করতে দেখা যায় রিয়ান পরাগকে। তবে এবার দলীপ ট্রফির ম্যাচে মাঠে নামছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটাররা। তাই এবার যেমন তেমনভাবে ব্যাট চালিয়ে রান তুলে নেওয়া যে মোটেও সহজ নয়, সেটা হাড়ে হাড়ে টের পেলেন রিয়ান।
বৃহস্পতিবার ইন্ডিয়া-ডি দলের বিরুদ্ধে রিয়ান ব্যক্তিগত ইনিংসের শুরুটা করেন দারুণভাবে। তবে এবার আর ৫০-১০০'য় পৌঁছে নিজেকে অন্🃏য লেভেলের ব🦋লে জাহির করা হল না রিয়ানের, যেমনটা তাঁকে ঘরোয়া ক্রিকেটে প্রায়শই করতে দেখা যায়।
অনন্তপুরে ইন্ডিয়া-ডি দলের বিরুদ্ꦦধে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইন্ডিয়া-এ দল। তা🎀রা মাত্র ২১ রানের মধ্যে দুই ওপেনার প্রথম সিং ও মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারিয়ে বসে। প্রথম সিং ৭ রান করে কাভেরাপ্পার শিকার হন। ক্যাপ্টেন মায়াঙ্কও সেই ৭ রান করেই কাভেরাপ্পার বলে আউট হন।
তিন𝓀 নম্বরে ব্যাট করতে নেমে তিলক বর্মা ১০ রান করে সরাংশ জৈনের বলে উইকেট দিয়ে আসেন। চার নম্বরে ব্যাট করতে নেমে রিয়ান পরাগ ২৯ বলে ৩৭ রান করে পাডিক্কালের হাতে ধরা পড়েন। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। রিয়ানকে ফিরিয়ে যে𝕴ভাবে সেন্ড-অফ করেন আর্শদীপ, তাতে ইঙ্গিত স্পষ্ট যে, পরাগকে তাঁর লেভেল দেখালেন তিনি।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে শাশ্বত রাওয়াত ১৫ রান করে হর্ষিত রানার বলে আউট হন। উইকেটকিপার কুমার কুশাগ্র করেন ২৮ রান। তিনিও আর্শদীপের শিকার হন। শামস মুলানি ৮৮ রান করে প্রথম দিনে নট-আউট থাকেন। ১৭৪ বলের ইনিংসে তিনি ৮টি চাꦿর ও ৩টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- T20I-এর এক ওভারে অজিদের হয়ে 🥀সব থেকে বেশি রান, পন্টিংদের সঙ্গে এলিট লিস্টে হেড