ভারতীয় দলে ‘সুপারস্টার’ সংস্কৃতি দেখা যাচ্ছে বলে সম্প্রতি বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়। এবার সেই বিষয়টাকে যাতে ক্রিকেটাররা প্রশ্রয় না দেন, সেই আর্জি জানালেন প্রাক্তন ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন🐓। নিজের হিন্দি ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ তিনি বলেন, ‘আমাদের ভারতীয় ক্রিকেটে সবকিছু স্বাভাবিক রাখতে হবে। আমাদের ভারতীয় দলে সুপারস্টারডম এবং সুপার সেলিব্রিটি বিষয়টিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়।’
ꦏতিনি আরও বলেন, ‘আমাদের সবকিছু স্বাভাবিক রাখতে হবে। আমরা ক্রিকেটার। আমরা কেউ অভিনেতা বা সুপারস্টার নয়। আমরা খেলোয়াড়। আমাদের এমন হতে হবে যাতে সাধারণ মানুষ অনুসরণ করতে পারে এবং তুলনা করতে পারে।’
অশ্বিন আরও যোগ করেন, ‘উদাহরণস্বরূপ, আপনি যদি একজন রোহিত শর্মা বা বিরাট কোহলি🐓 হন, যাঁরা এত কিছু অর্জন করেছেন। আপনি যখন আরও একটি সেঞ্চুরি হাঁকান, তখন এটি কেবল আপনার অর্জনের বিষয় নয়। এটি তার থেকেও বেশি কিছু হওয়া উচিত এবং আমাদের লক্ষ্যগুলি এই অর্জনগুলির চেয়ে বড় হওয়া উচিত।’
অশ্বিন এর পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫ স্পিনার নিয়ে যাওয়ার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভারতীয় দলে মোট ৫ স্পিনার রাখা হয়েছে। জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং বরুণ চক্রবর্তী।
🐲এই প্রসঙ্গে রবিচন্দ্রন বলেন, ‘দুবাইয়ে ৫ স্পিনার? এটা কেন আমি বুঝতে পারছি না। আমার মনে হয় একজন স্পিনার, খুব বেশি হলে দু’জন হলেই যথেষ্ট। দলে দু’জন লেগ স্পিনার এবং হার্দিক পান্ডিয়ার মতো একজন ভালো অলরাউন্ডার রয়েছে। আমার মনে হয় অক্ষর এবং জাদেজা দু’জনই খেলবে। হার্দিক এবং কুলদীপও খেলবে। আপনি যদি বরুণ চক্রবর্তীকে দলে চান তবে হার্দিককে দলে রেখে একজন পেসারকে বসাতে হবে। অথবা আপনি যদি ৩ পেসার খেলাতে চান সেক্ষেত্রে এক স্পিনারকে ড্রপ করতে হবে।’
উল্লেখ্য, ভারত ২০ ফেব্রুয়ারি থেকে রোহিত শর্মার 𝐆নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। এরপর ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের। ২ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান হলেও সে দেশে খেলতে যেতে রাজি না হওয়ায় ভারতের ম্যাচগুলি দুবাইতে আয়োজিত হবে। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে খেলতে নামবে পাকিস্তান।