লাহোরে পাকিস্তানের কাছে সুপার ফোরের প্রথম ম্যাচে একতরফ💮াভাবে হার মানে বাংলাদেশ। এবার কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচেও জিততে পারলেন না শাকিব আল হাসানরা। ফলে এবারের মতো এশিয়া কাপ থেকে কার্যত ছুটি হয়ে যায় বাংলাদেশের। খাতায়-কলমে সামান্য সুযোগ রয়েছে বটে, তবে সেটা কার্যত অসম্ভবের সমান।
আর প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলনায়ক শাকিব আল হাসান। শুরুতে ব্যাট করতে নেমে শ্রী𒁏লঙ্কা আগ্রাসী ভঙ্গিতে রান তুলতে পারেনি বটে, তবে তাদের টপ-মিডল অর্ডার ব্যাটাররা সমবেতভাবে প্রতিরোধ গড়ে তোলেন। ফলে শ্রীলঙ্কা নির্ধারিত♎ ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৫৭ রানের চ্যালেঞ্জিং ইনিংস গড়ে তোলে।
হাফ-সেঞ্চুরি করেন কুশল মেন্ডিস ও সাদি⛦রা সমরাবিক্রমে। মেন্ডিস ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৩ বলে ৫০ রান করে আউট হন। সমরাবিক্রমে ৪টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শেষমেশ ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭২ বলে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাঠ ছাড়েন।
এছাড়া ৫টি বাউন্ডারির সাহায্যে ৬০ বলে ৪০ রান করেন পাথুম নিশঙ্কা। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১৮ রান করেন দিমুথ করুণারত্নে। ১টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ১০ রান করেন চরিথ আꦗসালঙ্কা। ১টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ২৪ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেন ক্যাপ্টেন দাসুন শানাকা।
এশিয়া কাপ সংক্রান্ত যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেটে চোখ রাখ♛তে ক্লিক করুন এখানে
ধনঞ্জয়া ডি'সিলভা ৬, দুনিথ ওয়েলালাগে ৩, মাহিশ থিকসানা ২ ও কাসুন রজিথা ১ রান করেন। বাংলাদেশের তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ ৩টি করে উইকেট দখল করেন। ২টি উইকেট নেন শরিফুল ইসলাম। শাকিব ১০ ওভারে ৪৪ রান খরচ করেও উইকেট পাননি। উইকেটহীন থাকেন নাসুম আহমেদ ও মেহেদ𒉰ি হাসান মিরাজ।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৮.১ ওভারে ২৩৬ রানে অল-আউট হয়ে যায়। ২১ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। ব্যাট হাতে কার্যত একা লড়াই চালান বাংলাদেশের তৌহিদ হৃদয়। ৭টি চার ও ১টি 🦩ছক্কা🌟র সাহায্যে ৯৭ বলে ৮২ রান করে আউট হন তিনি।