ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে দꦕাপট অব্যাহত অস্ট্রেলিয়ার। দ্বিতীয় একদিনের ম্যাচটিও পকেটে তুলে নিলো স্টিভ স্মিথ ও তাঁর বাহিনী। শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধ🌳ানে জয় পেল তারা। ৮৩ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নিল অজিরা। সৌজন্যে শন অ্যাবটের মারকুটে ব্যাটিং ও বিধ্বংসী বোলিং। সব মিলিয়ে, একটি নিখুঁত টিম গেমের উদাহরণ তুলে ধরল তারা এবং সিরিজে এগিয়ে গেল ২-০তে। এর সঙ্গে সিরিজও নিজেদের দখলে নিয়ে নিল তারা। অন্যদিকে, ম্যাচ হেরে আরও চাপে পড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ হারের পর, এবার তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ালো সম্মানরক্ষা করা। সুতরাং অন্তিম ম্যাচটি জেতা অত্যন্ত জরুরি শাই হোপ ও তাঁর দলের কাছে।
রবিবার, অর্থাৎ ৪ ফেব্রুয়ারি, সিডনিতে সি🎃রিজের দ্বিতীয় একদিনের ম্যাচটি খেলতে নামে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। এদিন টসে জিতে প্রথ🍌মে বোলিং করার সিদ্ধান্ত নেয় শাই হোপ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তোলে ২৫৮ রান। সর্বোচ্চ ৬৯ রান করেন শন অ্যাবট। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন গুদাকেশ। এছাড়া দুটি করে উইকেট তোলেন আলজারি জোসেফ ও রোমারিও শেফার্ড এবং একটি করে উইকেট পান থমাস ও ম্যাথিউ ফোর্ড।
জবাবে রান তাড়া করতে নেমে ৪৪ ওভার শেষ হওয়ার আগেই ১৭৫ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। কিসি ম্যাকারটি ছাড়া কেউই তেমন প্রভাব ফেলতে পারেননি বাট হাতে। তিনি করেন ৪০ রান। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন শন অ্যাবট ও হেজেলউড। এছাড়া দুটি উইকেট নেন সাদারল্যান্ড এবং একটি করে উইকেট পান অ্যারন হার্ডি ও অ্যাডাম জাম্পা। ম্যাচের সেরা꧃ হন শন অ্যাবট।
প্রসঙ্গত, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের পারফরম্যান্স সম্পর্কে মুখ খোলেন শন অ্যাবট। তিনি বলেন, '🙈আজকে নিজের ব্যাটিং বেশ আনন্দের সঙ্গে আমি উপভোগ করেছি। প্রথমে পরিস্থিতির যা ছিল তাতে মনে হচ্ছিল ২২০ রান করতে গিয়েই আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তবে দিনের শেষে আমরা তার বেশি করতে সফল হই। আমরা ২৫০ রানের গণ্ডি পার করতে পারি। অনুশীলন করার সময় দলের সকলেই আমায় বেশ সাহায্য করেছে।'