গাব্বার দুর্গে এখন আর আস্থা নেই অস্ট্রেলিয়ার। তাই ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর জন্য পার্থকে বেছে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। অজি টিম ম্যানেজমেন্ট তাদের গাব্বায় স🐷িরিজ শুরুর ট্র্যাডিশন বদলে ফেলেছে সম্প্রতি।
তার কারণটাও এক্কেবারে যথাযথ। কেননা পার্থের নতুন স্টেডিয়াম এখন অস্ট্রেলিয়ার নতুন দুর্গে পরিণত হয়েছে। অপটাস স্টেডিয়🐼ামে অস্ট্রেল🦩িয়া কখনও টেস্ট হারেনি। এই মাঠে মোট ৪টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। চারটি ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে অজিরা।
স্বাভাবিকভাবেই, যে মাঠে জয়ের হার একশো শতাংশ, তাতে আস্থা রাখবে অজি বোর্ড, এতে অবাক হওয়ার কিছু নেই। উল্লেখযোগ্য বিষয় হল, পার্থের নতুন এই স্টেডিয়ামে ভারতীয় দল ইতিমধ্যেই একটি ম্যাচ খেলেছে। ২০১৮ সালের সেই ম্যাচটিই ছিল পার্থের নতুন স্টেডিয়ামের উদ্বোধনী টেস্ট। অস্ট্রেলিয়া সেই ম্যাচে ভারতীয় দলকে ১৪৬ রানে পরাজিত করে। যদিও দুর্ﷺদান্ত শতরানে নজর কাড়েন বিরাট কোহলি।
পার্থের অপটাস স্টেডিয়ামের পরিসংখ্যান
১. এই মাঠে💙 টেস্ট খেলা হয়েছে চারটি। অস্ট্রেলিয়া জিতেছে ৪টি টেস্ট ম্যাচই। অর্থাৎ, এই মাঠে অজিরা কখনও টেস্ট হারেনি।
২. পার্থের অপটাস স্টেডিয়ামে টেস্ট সেঞ্চুরি দেখা গিয়েছে মোট ৭টি। অস্ট্রেলিয়ার ব্যাটাররা করেছেন ৫টি শতরান। প্রতিপক্ষ দলের ব্যাটাররা করেছেন ২টি সেঞ্চুরি। বিরাট কোহলি ছাড়া এই মাঠে বিদেশি ক্রিꦐকেটার হিসেবে সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রেগ ব্রাথওয়েট।
৩. পার্থের নতুন স্টেডিয়ামে পেসারদের বোলিং গড় ২৯.৭১। স্পিনারদের বোলিং গড় ৩৩.১৮। উল্লেখযোগ্য বিষয় হল, পার্থের পিচে পেসাররা বরাবর সাহায্য পান। তবে এই মাঠে সব থেকে বেশি ২৭টি টেস্ট উইকেট নꦆিয়েছেন অজি স্পিনার 💮নাথান লিয়ন।
৪. অপটাস স্টেডিয়ামে এখনও পর্যন্ত সব থেকে বেশি রান করেছেন মার্নাস ল্যাবুশান। তিনি ১০৩.৮০ গড়ে সংগ্রহ করেছেন ৫১৯ রান। সেঞ্চুরি করেছেন ৩টি, যার মধ্যে একটি ডাবল সেঞ্চꦑুরি রয়েছে।
৫. অপটাস স্টেডিয়ামে প্রথম ইনিংসে গড়ে ৪৫৬ রান ওঠে। সুতরাং, টস জিতে শুরুতে ব্য🍬াট করে বড় রানের ইনিংস গড়াই হয় এই মাঠে সব দলের প্রধান লক্ষ্য।
পার্থের অপটাস স্টেডিয়ামে চার টেস্টের ফলাফল
১. ভারতকে ১৪৬ রানে পরাজিত করে অস্ট্রেলিয়া।২. নিউজিল্যান্ডকে ২৯৬ রানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া।৩. ওয়েস্ট ইন্ডিজকে ১৬৪ রানে পরাজিত করে অজিরা।৪. পাকিস্তানকে ৩৬০ রানে বিধ্বস্ত করে অস্ট্রেলি෴য়া।
পার্থে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট জিততে হলে ভারতকে কী করতে হবে
১. প্রথমে ব্যাট করে বড় রানের ইনিংস গড়তে হবে। সেক্ষেত্রে টস জেতা খুবই জরুরি। উল্লেখ্য, অস্ট্রেলিয়া এই মাঠে চারটি ম্যাচেই♑ টস জিতে শুরুতে ব্যাট করেছে।
২. পেসা🎀রদের হাতে চাবিকাঠি থাকলেও স্পিনারদের ভূমিকাকে গুরুত্ব দিতে হবে। কেননা লিয়ন বুঝিয়ে দিয়েছে✨ন, এই মাঠে স্পিনারদের সফল হওয়ার সম্ভাবনাও বিস্তর।