আইসিসি টি২০ বিশ্বকাপ অভিযান মোটেই ভালো যায়নি পাকিস্তান ক্রিকেট দলের। গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়েছে তাঁরা। ফলে প্রতি পদে পদেই অপমানের শিকার হতে হচ্ছে বাবর আজমদের। দেশের মাটিতে তাঁদের মুণ্ডপাত করছেন সমর্থকরা। লড়াই করে হারা এক জিনিস, কিন্তু এত খারাপ খেলে আনকোরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হেরে দল ছিটকে যাওয়ায় বেজায় বিরক্ত♊ দেশবাসি। এরই মাঝে এবার পাকিস্তানের সংসদেও প্রবল সমালোচনার মুখে পড়ল সেদেশের ক্রিকেট দল। কিভাবে গতবারের ফাইনালিস্টরা এত খারাপ পারফরমেন্স করলেন এবারের টি২০ বিশ্বকাপে তার উত্তর খুঁজে পাচ্ছেন না দেশের কেউ। কোথাও গিয়ে বাবর আজমের সঙ্গে দলের ক্রিকেটারদের সম্পর্কের অবনতি এবং দলের মধ্যে কোনওরকম ঐক্যতা না থাকাকেই দলের ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে দেখছে পাকিস্তানের ক্রিকেটভক্তরা।
আরও পড়ুন-জিতছেন বুঝেই ম্যাচ চলাকাꦏলীন স্পাইডারক্যা🌄মে সেলফি হার্দিক-পন্তের! ভাইরাল ভিডিয়ো
কানাডা ম্যাচের আগেই বোমা ফাটিয়ে ছিলেন পাকিস্তান দলের কোচ গ্যারি কার্স্টেন। ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ সরাসরি দাবি করেছিলেন দলের মধ্যে কেউ কারোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে না। কোনওরকম ঐক্যতা নেই। কেউ কারোর খারাপ সময় পাশে দাঁড়ায় না, এমন দল অতীতে তিনি কখনও দেখেননি। এবার তাঁর মন্তব্যের সঙ্গেই মিলে গেল পাকিস্তানের সাংসদের কথা। আবদুল কাদির প্যাটেল কিছুটা ব্যঙ্গাত্মকভাবেই সংসদে দাঁড়িয়ে বাবরদের কাছে 🍨অনুরোধ করলেন এবার দেশের জন্য সকলকে এক হওয়ার। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো, আপনারাও দেখুন-
আরও পড়ুন-'আমি খুশি নই......'রাখঢাক নয়, সরা☂সরি রান না পাওয়া কোহলিকে শক্তিশেল বিক্রমের
পাকিস্তানের এই বর্ষিয়ান নেতা সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খাবের প্রসঙ্গ টেনে বাবর আজমকে নিয়ে বলেছেন, ‘এই পাকিস্তান দলের কি হয়েছে কে জꦕানে। প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হারল, তারপর ভারতের কাছেও হারল। বাবর আজমের উচিত প্রাক্তন ক্রিকেটারদের (ইমরান খান) থেকে শিক্ষা নিয়ে হারের পর একটা পার্টি দেওয়া এবং সেখানে কিছু নথি তুলে ধরে জনতাকে দেখানো যে তাঁর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। এরপর পিসিবি যখন জিজ্ঞাসা করবে যে সেই নথিতে কী লেখা আছে, তখন বাবরের বলে দেওয়া উচিত, সেই নথি তিনি হারিয়ে ফেলেছেন’। এরপর তিনি বলেন, ‘অনেক তো হল, এবার তো সবাই এক হয় পাকিস্তানের জন্য। গরীব দেশের কথা ভেবে ঐক্যবদ্ধ হও সকলে ’।
আরও পড়ুন-শেষ বলে চার! নাটকীয়ভাবে টাই নর্দাম্পটনশায়ার বনাম লেস্টারশায়ার ꦦম্যাচ, রইল ভিডিয়ো
২০২২ সালে একটি সভায় প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান এক নথি দেখিয়ে দাবি করেছিলেন তাঁর বিরুদ্ধে বৈদেশিক শক্তি চক্রান্ত করছে। এরপর ২০২৩ সালে জানা যায় তিনি সেই নথি কোথায় রেখেছেন তাঁর মনে পড়ছে না। সেই ঘটনার কথাই উল্লেখ করে বাবর আজমদের জঘন্য পারফরম𒉰েন্স নিয়ে টিপ্প🙈নি কেটেছেন আবদুল কাদির প্যাটেল।