'এগিয়ে যাবে, এগিয়ে যাবে'- কুলদীপ যাদব বলটা করার আগে ওলি পোপের বিষয়ে যে কথাটা বলেছিলেন ধ্রুব জুরেল, ঠিক সেটাই করলেন ইংরেজ তারকা। আর সহজ স্টাম্পিং করে ভারতকে দ্বিতীয় উইকেট এনে দিলেন জুরেল। আর যা দেখে মহেন্দ্র সিং ধোনির কথা মনে পড়ে গেল নেটপাড়ার। কুলদীপকে ঠিক এভাবেই উইকেট𒐪ের পিছন থেকে ‘গাইড’ করতেন ধোনি। যদিও যে ওভারে সেই দুর্দান্ত ক্রিকেটীয় বোধের পরিচয় দিয়েছিলেন, সেই ওভারেই একটা ভুল করে ফেলেন জুরেল। পোপ আউট হওয়ার দু'বল পরেই জ্যাক ক্রলির বিরুদ্ধে ক্যাচ আউটের জোরালো আবেদন করা হয়। আম্পায়ার আউট দেননি। সরফরাজ খান ব্যাট লেগেছে বললেও জুরেলের কথায় ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নেননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। পরে দেখা যায় যে ক্রলি আউট ছিলেন।
আরও পড়ুন: IND vs ENG 5th Te🐓st LIVE: স্টোকসকে ফিরিয়ে ইনিংসে ৫ উইকেট কুলদীপের, ৬ উইকেটের পতন
জুরেলের দুর্দান্ত ক্রিকেটীয় বোধ
বৃহস্পতিবার ধরমশালায় ২৬ তম ওভারে বল করছিলেন কুলদীপ যাদব। তৃতীয় বলটা শুরুর আগেই স্টাম্প-মাইকে জুরেলকে বলতে শোনা যায় 'এগিয়ে যাবে, এগিয়ে যাবে'। আর ঠিক তাই হয়। গুগলি করেন কুলদীপ। বলটা খেলতে ক্রিজ ছেড়ে বহুদূরে এগিয়ে আসেন পোপ। তিনি ধরমশা𝓡লায় থাকলে বলটা ছিল মানালিতে। সহজেই উইকেটের পিছন থেকে বলটা ধরে পোপকে স্টাম্প করে দেন জুরেল। আর সেই ভিডিয়ো সোশ্যাল ম𝔉িডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিয়ো দেখে এক নেটিজেন বলেন, ‘পুরো মহেন্দ্র সিং ধোনির মতো মনে হল।’
জুরেলের ডিআরএস ভুল
পোপ আউট হওয়ার পরেই ক্রলিকে ড্রেসিংরুমে ফিরিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ভারত। ২৫.৫ ওভারে কুলদীপের বলে লেগসাইডে ক্রলির বিরুদ্ধে ক্যাচ আউটের জোরালো আবেদন করা হয়। মূলত জোরালো আবেদন করতে থাকেন সরফরাজ। তিনিই বলটা ধরেন। প্রাথমিকভাবে জুরেলের কনুইয়ে বলটা লাগে। শর্ট-লেগে দাঁড়িয়ে থাকা ডাইভ দিয়ে ক্যাচ ধরেন সরফরাজ। তিনি একেবারে🐻 নিশ্চিত থাকলেও জুরেলের সঙ্গে কথা বলে আর রিভিউ নেননি রোহিত। পরে রিপ্লেতে দেখা যায় যে আউট ছিলেন ক্রলি। হতাশা ধরে পড়ে ভারতীয় অধিনায়কের চোখে-ম꧒ুখে। আর হাসি দেখা যায় সরফরাজের মুখে।
যদিও সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ সেই কুলদীপের ম্যাজিক বলেই আউট হয়ে যান ক্রলি। ৩৮ তম ওভারে বলটা দারুণভাবে ‘ফ্লাইট করেন’ কুলদীপ। ক্রলি ভেবেছিলেন যে বলটা ড্রাইভ করার জন্য উপযুক্ত। কিন্তু বলটা শেষমুহূর্তে ঘুরে যায়। আর আছড়🙈ে পড়ে স্টাম্পে। বোল্ড হয়ে যান ক্রলি। ৭৯ রান করেন ইংরেজ তারকা।