বাংলাদেশের সামনে শ্রীলঙ্কা ২০৭ রানের লক্ষ্য রেখেছিল। সেই রান তাড়া করতে নেমে প্রথম ১০ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ৭৮💟। চার উইকেট হারিয়ে বসেছিল তারা। কিন্তু খেলার রং বদলে দেন মাহমুদুল্লাহ এবং জাকের আলির ইনিংস। দু'জনের🐓 লড়াইয়ের হাত ধরে বাংলাদেশ ২০০ রানও পার করে ফেলেছিল। দুই তারকা দলকে নিয়ে গিয়েছিলেন জয়ের অনেক কাছে। কিন্তু মাত্র ৩ রানের জন্য জেতা হল না। জয় অধরাই থাকল।
শেষ ওভারে ৬ বলে বাংলাদেশের ১২ রান দরকার ছিল। এই ওভারে রিশাদ হোসেন এবং জাকের আলিকে ꦯফিরিয়ে বাংলাদেশকে ধাক্কা দেন দাসไুন শনাকা। সেই সঙ্গে দেন ৮ রান। ৩ রানে দলকে জয় এনে দিতে বড় ভূমিকা নেন চাপ সামলে শনাকা।
টস জিতে বাংলাদেশ ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কাকে। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে ২০৬ রান করে। তবে প্রথম ওভারেউ অভিষ্কা ফার্নান্দোর (২ বলে ৪ রান) উইকেট হারায় শ্রীলঙ্কা। ৩৭ 𝓡রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে। কামিন্দু মেন্ডিস ১৯ করে আউট হয়ে যান। আর এক ওপেনার কুশল মেন্ডিস কিন্তু দলের হাল ধরে থাকেন। ৩৬ বলে তিনি গুরুত্বপূর্ণ ৫৯ রান করেন। ৬টি চার, তিনটি ছক্কা রয়েছে তাঁর ইনিংসে।
আরও পড়ুন: লন্ডন থেকে ভারতে ফিরলেন কেএল রাহুল, খেলবেন কি IPL🎃 2024?
এছাড়া ৮টি চার এবং একটি ছয়ের সৌজন্যে𒊎 সাদিরা ꦜসমরাবিক্রমা ৪৮ বলে অপরাজিত ৬১ রান করেন। অধিনায়ক চরিথ আসালঙ্কা আবার ২১ বলে ৪৪ করে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেন একটি করে উইকেট নিয়েছেন।
রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকে নড়বড় করছিল। লিটন দাস (০), সৌম্য সরকার (১২), তৌহিদ হৃদয় (৮) এবং নাজমুল হোসেন শান্ত (২০) দ্রুত সাজঘরে ফিরে যান। এর পর পঞ্চম উইকেটে মা🔯হমুদুল্লাহ এবং জাকের আলি মিলে ঝড় তোলেন। ৩১ বলে ৫৪ করে সাজঘরে ফিরে যান মাহমুদুল্লাহ। তাঁর ইনিংসে হাঁকান ২টি চার এবং চারটি ছক্কা। জাকের আলি আবার চারটি চার, ছ'টি ছক্কার হাত ধরে ৩৪ বলে ৬৮ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি দলকে জিতিয়ে মাট ছাড়তে ব্যর্থ হন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান করে বাংলাদেশ। ৩ রানে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা। লঙ্কা বাহিনীর হয়ে ২টি করে উইকেট নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ, বিনুরা ফার্নান্দো এবং দাসুন শনাকা।