শুভব্রꩵত মুখার্জি: নিজেদের ঘরের মাঠে বাংলাদেশের সিনিয়র মহিলা দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার। তিন ম্যা♏চের সিরিজ আগেই হেরে গিয়েছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে বাজেভাবে হারতে হয়েছিল তাদের।তৃতীয় ম্যাচ ও ছিল তাদের কাছে মর্যাদার লড়াই। এই ম্যাচ জিতে বা নিদেনপক্ষে লড়াকু পারফরম্যান্স করে নিজেদের আত্মসম্মান রক্ষার্থে মাঠে নেমেছিল নিগার সুলতানারা। তবে এদিনও একরাশ লজ্জা অপেক্ষা করেছিল বাংলাদেশ দলের জন্য।তৃতীয় ওডিআই ম্যাচে তারা দলগত ১০০ রান ও করতে পারল না। আর এই ম্যাচে তাদেরকে হারিয়ে সিরিজে বাংলাদেশ দলকে হোয়াইটওয়াশ করল অজিরা।
সির🍨িজে ব্যাটিং ব্যর্থতা কাটল না বাংলাদেশ দলের। তিন নম্বর ম্যাচে ইতিবাচক কিছু করার আশাতে ছিলেন অধিনায়ক নিগার সুলতানারা। তবে বাস্তবে ঘটল অন্য ঘটনা। আগেไর দুই ম্যাচের চেয়েও কম রানে শেষ হয়ে গেল বাংলাদেশের ইনিংস। ছোট লক্ষ্যে তাড়া করে সহজ জয় নিশ্চিত করল অজিরা।
বুধবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া দল। এদিন বাংলাদেশ দলকে ৮৯ রানে অলআউট করে দিল অস্ট্রেলিয়া দল। আর মাত্র ১৮.৩ ওভারেই ম্যাচ জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া দল। আয়োজকদের হোয়াইটওয়াশ করে আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান মজব🅺ুত করল অস্ট্রেলিয়া দল। এই মুহূর্তে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট রয়েছে অজিদের। সম সংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট সাতে রয়েছে বাংলাদেশ দল। ঘটনাচক্রে এই নিয়ে টানা দ্বিতীয়বার তিন ম্যাচে একশ রান ও ছুঁতে ব্যর্থ হলো বাংলাদেশ দল। প্রসঙ্গত ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরের ৩ টি ওয়ানডেতে ৯০ রানের মধ্যে অল আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ।
এদিন বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেছেন নিগার সুলতানা। এছাড়া আর বলার মতন রান পাননি কোন বাংলাদেশ ব্যাটার। সুলতানা খাতুন ও মারুফা আক্তার ২৬ রানের জুটি গড়ে কিছুটা লড়াই করার চেষ্টা করেন।তবে বিশেষ কিছু করতে পারেননি তারা। মারুফা আক্তার ১৪ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন।ওপেনার সুমাইয়া আক্তার অভিষেকে শূন্য রান করে আউট হওয়া বাংলাদেশের প্রথম ওপেনার ব্যাটার। ১৮ বছর বয়সী এই ব্যাটার এই লজ্জার নজির গড়ে ফেললেন ইতিমধ্যেই।ফারজানা হক এদিন মাত্র ৮ রান করে আ🙈উট হন।একটা সময়ে ৩২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ দল।এরপর আর তারা ঘুরে দাঁড়াতে পারেনি।
জবাবে ব্যাট করতে নেমে লিচফিল্ড আউট হন ২৭ বলে ১২ রান করে। হিলি এদিন ৪টি চার ও ২টি ছয় হাঁকিয়ে ৩৪ বলে ৩৩ রান করেন হিলি। এরপর বেথ মুনির সঙ্গে ৩৪ বলে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন পেরি।পেরি ২৮ বলে🌸 ২৭ রান করেন। মুনি খেলেন ২২ বলে ২১ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।