যে কোনও আইসিসি ইভেন্টের আগে অংশগ্রহণকারী সব দলকেই আশাবাদী দেখায়। বাংলাদেশও ব্যতিক্রমী নয়। আসন্ন চ্যাম্পিন্স ট্রফির আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই সঙ্গে তিনি জ🐲ানান যে, তাঁরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামবেন।
তবে শান্ত বোধহয় গুণাক্ষরেও বুঝতে পারেননি যে, তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের ঝড় তুলবে। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জ🅺িতবে, এই ভাবনাকেই হাস্যকার বলে মনে হয়েছে অনেকের। সোশ্যাল মিডিয়ায় বিস্তর প্রতিক্রিয়া সৃষ্টি হ🍎য় শান্তর উচ্চাকাঙ্খা নিয়ে। কেউ কেউ বিষয়টিকে দশকের সেরা জোক বলেও উল্লেখ করেন।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ꦗবলেছেন, তাঁর দল চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই এই টুর্নামেন্টে যাচ্ছে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।
২০২৩ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ পাঁচটি সিরিজ খেলেছে এবং এর মধ্যে মাত্র একটিতে জিতেছে। গত বছরের মার্চে ঘরের মা🍌ঠে শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজ জেতেন শান্তরা। ২০২৩ সাল থেকে বাংলাদেশ ৪১টি ম্যাচ খেলে ২৪টিতেই হেরেছে, যার মধ্যে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারও রয়েছে। শান্ত যদিও দাবি করেন যে, চ্যাম্পিয়ন্স ট🉐্রফিতে খেলা সব দলেরই খেতাব জয়ের সুযোগ রয়েছে।
বাংলাদেশ দলনায়কের কথ🤪ায়, ‘এই টুর্নামেন্টে আটটি দলই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। সবগুলিই কোয়ালিটি দল। আমি বিশ্বাস করি, আমাদের দলের চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আছে। কেউ বাড়তি চাপ অনুভব করবে না। সবাই চ্যাম্পিয়ন হতে চায় এবং নিজ🐓েদের সামর্থ্যে বিশ্বাস রাখে। ঈশ্বর আমাদের ভাগ্যে কি লিখে রেখেছেন তা আমরা জানি না। আমরা কঠোর পরিশ্রম করছি এবং যথাসাধ্য চেষ্টা করছি। আমি বিশ্বাস করি, আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব।’
সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীরা অবশ্য বাংলাদেশ দলের প্রতি শান্তর মতো অগাধ আস্থা দে💝খাতে পারেননি। বরং বাংলাদেশকে বিশেষ পাত্তা দিতেও রাজি নন বেশিরভাগ ক্রিকেটপ্রেমী। শান্তর এমন মন্তব্যের পরে এক অনুরাগী টুইটারে লেখেন, ‘একটু শান্ত হয়ে যান শান্ত।’
অন্য এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘দয়🍌া করে আমাকে অন্তত মিথ্যা বলবেন না শান্ত।’ একজন তো সরাসির লেখেন যে, এটা দশকের সেরা জোক।' অপরজন লেখেন, ‘স্বপ্ন দেখা ভালো।’ প্রতিক্রিয়ায় আরেকজন লেখেন, ‘যে কোনও টুর্নামেন্টের আগে ওদের সব সময় আত্মবিশ্বাসী দেখায়। তবে ফলাফলটা তো আপনারা জান♌েন।’