শুভব্রত মুখার্জি:- সেপ্টেম্বর মাসে বাংলඣাদেশের বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলার পরে দীর্ঘ প্রায় দেড় মাস পরে ভারতীয় দল ফিরছে ২২ গজে। এই সিরিজের দল নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ভারতের আসন্ন ঘরোয়া মরশুমেরꦉ প্রথম লাল বলের টুর্নামেন্ট দলীপ ট্রফি।
ইতিমধ্যেই🥃 এর জন্য দল ঘোষণা হয়ে গিয়েছে। দলীপের পারফরম্যান্সের উপর নির্ভর করেই বাছা হবে ভারতীয় দল। এমনটাই মত বিশেষজ্ঞদের। এই দল নির্বাচনে একটি জায়গা নিয়ে চিন্তার ভাঁজ পড়ꦦতে বাধ্য বিসিসিআইয়ের নির্বাচকদের কপালে। আর তা হল কিপার ব্যাটার স্পটটি। এই স্পটের জন্য পাঁচজন দাবিদার রয়েছেন।
লড়াই করছেন ঋষভ পন্ত, ইশান▨ কিষান, কেএল রাহুল, ধ্রুব জুরেল এবং কেএস ভরত। কিন্তু বিসিসিআইয়ের একটি সিদ্ধান্🍷ত কি এই দৌড় থেকে পিছিয়ে দিচ্ছে কেএল রাহুলকে! অন্ততপক্ষে এমনটা মত প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়ার।
দলীপ ট্রফিতে টিম-এ'তে রয়েছেন কেএল রাহুল। বিসিসিআইয়ের তরফে যে টিম শিট প্রকাশ করা হয়েছে তাতে তেমনটাই লেখা রয়েছে। কিন্তু এই টিম শিটের ছোট্ট একটা অংশকে হাইলাইট করে নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরেছেন বা ধরতে চেয়েছেন আকাশ চোপড়া। তাঁর মতে, 'কেএল রাহুল কখনোই কিপার হিসেবে খেলতে পারে না (বাংলাদেশ সিরিজে)। আমি꧅ যেটা বলতে চাইছি তা হল ওর নামের পিছনে 'ডব্লুকে' (উইকেট কিপার) কথাটাই তো লেখা নেই (বিসিসিআইয়ের প্রকাশিত শিট অনুযায়ী) স্কোয়াড অনুযায়ী। যে স্কোয়াডটা দেওয়া হয়েছে সেখানে এক টিমে (রাহুলের দলেই) কিপার হিসেবে রাখা হয়েছে ধ্রুব জুরেলকে। আর ওর নামের পাশে 'ডব্লুকে' লেখাও রয়েছে। ফলে এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে কিপার হিসেবে ধ্রুব জুরেলকেই খেলানো হবে।'
তিনি আরও যোগ করেন, ‘তাহলে এটাই দাঁড়াচ্ছে যে টেস্ট ফর্ম্যাটে বিসিসিআই কিপার হিসেবে রাহুলকে দেখছে না। হ্যাঁ এটা ঠিকও (রাহুল) এমন একটা সময🧔়ে এসেছে যখন ঋষভ পন🧔্ত চোটের কারণে বাইরে ছিল। তবে রাহুল নিঃসন্দেহে প্রথম একাদশে খেলবে। পাশাপাশি ও দলের অধিনায়কও নয়। ও অন্য কোনও দলের হয়ে খেলতেই পারত। ওকে আর পন্তকে অধিনায়ক করা যেতে পারত। অভিমন্যু ঈশ্বরনের বদলে ওদেরকে অধিনায়ক করা যেতে পারত। কিন্তু এরা কেউ অধিনায়কত্বের দাবিদার নয়।’
কিন্তু আকাশ যে জিনিসটা ভুলে গেছিলেন তা হল বিসিসিআইয়ের প্রকাশিত দলীপ ট্রফির স্কোয়াড🐟ে ধ্রুব জুরেল এবং ঋষভ পন্তের নামের পাশেও লেখা নেই 'ডব্লুকে' কথাটি। এই মাসের গোড়ার দিকেই বিসিসিআইয়ের♈ তরফে এই দলীপ ট্রফির স্কোয়াড ঘোষণা করা হয়েছিল।