বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ম্যাচে পার্থে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল জসপ্রীত বুমরাহর নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এই ম্যাচ অস্ট্রেলিয়াকে হারিয়ে ১-০ লিড নিয়েছে ভারত। এই জয়ের সঙ্গে সঙ্গে ভারত ইতিহাসও তৈরি করে ফেলেছে। পার্থের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বের প্রথম দল হয়ে উঠেছে জসপ্রীত বুমরাহর টিম ইন্ডিয়া। হ্যাঁ, আজকের আগে পর্যন্ত পার্থের অপটাস স্টেডিয়ামে হারেনি অস্ট্রেলিয়া। স্বাগতিকরা এখানে আগে চারটি ম্যাচ খেলেছিল এবং সবকটি ম্যাচই বিশাল ব্যবধানে জিতেছে। ২০১৮ সালে এই মাঠে অস্ট্রেলিয়া প্রথমবার ভারতকে ১৪৬ রানে হারিয়েছিল। তবে এবার এই হারের হিসাব নি😼ল ভারত।
পার্থের অপটাস স্টেডিয়ামে ২০১৮ সালে ভারতের বিরুদ্ধে খেলার পর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ২৯৬🗹 রানে ও ওয়েস্ট ইন্ডিজকে ১৬৪ রানে এবং পাকিস্তানকে ৩৬০ রানে হারিয়েছিল। তবে এই মাঠেই এবার ক্যাঙ্গারুদের ২৯৫ রানে হারিয়ে অজিদের অপটাসের অভিমান ভেঙে দিল ভারত।
আরও পড়ুন… IPL 2025: এক নয়, DC-র দায়িত্বে দꩵুই ভারতীয় 🔯ক্রিকেটার? দলের সহ-মালিক পার্থ জিন্দালের বড় ঘোষণা
অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার অহংকার ভাঙল ভারত
২০১৮ সালে𒊎 ভারতের বিরুদ্♔ধে ১৪৬ রানে জিতেছিল অস্ট্রেলিয়া
২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২▨৯৬ রানে জিতেছিল অস্ট♓্রেলিয়া
২০২২ সালে ওয়েস্ট ইন্𒆙ডিজের বিরুদ্ধে ১৬৪ রানে জিতেছিল অস্ট্রেলিয়া
২০২৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৩৬০ রা🌠নে জিতেছিল অস্ট্রেলিয়া
২০২📖৪ সালে ভারতের বিরুদ্ধে ২৯৫ রানে হেরেছে অস্ট্রেলিয়া
এছাড়াও অনন্য নজির গড়েছে টিম ইন্ডিয়া। এশিয়ার বাইরে ভারতের সবচেয়ে বড় জয়ের তালিকার মধ্যে জায়গা পেয়েছেꦍ জসপ্রীত বুমরাহর টিম ইন্ডিয়া।
আরও পড়ুন… Vid꧑eo: নেটে ফিরেই পিঙ্ক বল নিয়ে অনুশীলনে রোহিত শর্মা, মাইক হাতে ডেভিড ওয়ার্নারের﷽ রিপোর্টিং
দেখে নিন সেই তালিকা-
২০১৯ সালে ওয়🤡েস্ট ইন্ডিজ বিরুদ্ধে ৩১৮ রানে নর্থ সাউন্ডে জিতেছিল ভারত
২০২৪ সালে অস্ট্রেলিয়ার🍬 বিরুদ্ধে পার্থে ২৯৫ রানে জিতল ভারত
১৯৮💙৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলেতে♛ ২৭৯ রানে জিতেছিল ভারত
১৯৬৮ সালে অকল্ဣযান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৭২ রানে জিতেছিল ভারত
২০১৯ স꧟ালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বি𒀰রুদ্ধে ২৫৭ রানে জিতেছিল ভারত
আরও পড়ুন… Video: CSK ♔টেবিলের সামনে KKR মেন্ꦯটর! কার সঙ্গে কথা বলছেন ব্র্যাভো? ফোনে কি ধোনি?
কেমন হয়েছিল পার্থের ম্যাচ-
ভারত বনাম অস্ট্রেলিয়া পার্থ টেস্ট সম্পর্কে কথা বলতে গেলে, টস জিতে প্রথ🌜মে ব্যাট করতে আসে টিম ইন্ডিয়া। তবে তাদের শুরুটা ভালো হয়নি। প্রথম ইনিংসে খোদ ভারত ১৫০ রানে গুটিয়ে যায়। তবে, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে নিজেদের চেয়ে কম স্কোরে সীমাবদ্ধ করে ম্যাচে ফেরে ভারত। ক্যাঙ্গারুদের ১০৪ রানে অলআউট করে ৪৬ রানের লিড নিয়েছিল টিম ইন্ডিয়া।