৫ই জুন আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভা𓆉রতীয় ক্রিকেট দল। আইপিএলের খারাপ ফর্ম কাটিয়ে আন্ত♊র্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরার চেষ্টা করবেন হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেলরা। বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে সঠিক সময় গিয়ে ভারতীয় ক্রিকেটাররা জ্বলে উঠতে পারছেন না। গ্রুপ স্টেজের ম্যাচে কখনও সব কটাই জিতছে অথবা একটা হারছেন, কিন্তু নকআউটে যেতেই ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয় হচ্ছে। বোলাররা অসাধারণ বোলিং করছেন তেমনটাও নয়, চাপের সামনে কিছুতেই নিজেদের ধরে রাখতে পারছে না ভারত। বিরাট কোহলিরও আইসিসির প্রতিযোগিতার নকআউটে পারফরমেনস তেমন আশাব্যঞ্জক নয়। এরই মধ্যে কোচ হিসেবে নিজের শেষ টুর্নামেন্ট সামলাচ্ছেন দ্রাবিড়, ভারতকে জিততে গেলে ঠিক কি করতে হবে, সেই নিয়েই বন্ধুকে পরামর্শ দিলেন ক্যারিবিয়ান কিংবদন্তী।
আরও পড়ꦅুন-বিশ্বকাপে পন্টিংয়ের বাজি 📖স্বদেশী হেডের সঙ্গে এই ভারতীয়… তবে বিরাট কোহলি নয়!
দেশের মাটিতে একদিনের বিশ্বকাপের ফাইনালেও দেখা গেছিল, ওয়ান ম্যান আর্মির মতো লড়ছিলেন বিরাট কোহলি, কিন্তু তিনি আউট হতেই লোকেশ রাহুল বা রবীন্দ্র জাদেজারা মাস্টার ক্লাস কিছু করতে পারেননি। দীর্ঘদিন যাবত আইসিসি টি২০ বিশ্বকাপে ব্যর্থ রোহিত শর্মাও। কোথাও গিয়ে নকআউটে প্ল্যানিংয়ের অভাব দেখতে পাচ্ছেন ꦍওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারা। তাঁর মতে, নকআউটে দ্রাবিড়কে কোনও প্ল্যান তৈরি রাখতে হবে জেতার জন্য, নাহলে যতই তারকা থাকুক দলে, সাফল্য আসবে না।
আরও൲ পড়ুন-টাকার জন্য অধিনায়ককে ছেড়ে দেওয়া, শামি𒀰র চোট, ঋদ্ধির অফ ফর্ম…GT-র ব্যর্থতার কারণ
বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় দল নিয়ে বলতে গিয়ে ব্রায়ান লারা বলছেন, ‘ভারতীয় দলকে বাইরে থেকে দেখে আমার যেটা মনে হয়েছে, সেটা ২০ ওভার এবং ৫০ ওভার, দুই ফরম্যাটেই, কোথাও গিয়ে শেষ মূহূর্তে প্ল্যানিংয়ের অভাব রয়েছে। দলে যඣতই সুপারস্টার থাকুক না কেন, বিশ্বকাপ তখনই জেতা সম্ভব যখন দলের কোনও পরিলকল্পনা থাকবে ফাইনাল স্টেজের জন্য। কীভাবে ইনিংস গড়া হবে, বা কতটা আক্রমণাত্মক ক্রিকেট খেলা হবে, সেটা নিয়ে একটা পরিকল্পনা থাকা খুব দরকার। আমি আশা করব বিশ্বকাপের আগে রাহুল দ্রাবিড় এবং ওর ছেলেরা নিশ্চই কোনও বিশেষ পরিকল্পনা তৈরি রাখবে’ ।
আরও পড়ুন-T20 বিশ্বকাপে নামার আগে উপরไি 🔴পাওনা, আইসিসির সম্মান রোহিত-সূর্যদের… বাড়বে আত্মবিশ্বাস?
সাম্প্রতিককালে বারবারই দেখা গেছে ভারতীয় দলের বিরাট নির্ভরতা। ২০২২ টি২০ বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ রান স্কোরার ছিলেন কোহলি, ২০২৩ ওডিআই বিশ্বকাপেও প্রতিযোগিতার সর্বোচ্চ রানের মালিক হন কোহলি🐼, কিন্তু তাঁর আউটের সঙ্গে সঙ্গেই দলের ব্যাটিং লাইন আপের পারফরমেন্স নিম্নমুখী হয়ে যায়, তাতেই দেখা দিয়েছে বিপত্তি। এই পরিস্থিতিতে ভারতকে বিরাট নির্ভরতা কাটিয়ে উঠতে গেলে ফিনিশার হার্দিক, জাদেজাদেরই বাড়তি দায়িত্ব নিতে হবে, কারণ তাঁরাও এই দলে দীর্ঘদিন খেলছেন। তাই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার দায়িত্বটা তাঁদেরও নিতে হবে। যদিও ব্যাটিংয়ের ক্ষেত্রে তো গেল, কিন্তু শামিহীন বোলিংয়ে বুমরাহর পাশে সিরাজ-অর্শদীপরা কতটা জ্বলে উঠতে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের।