পিঠের চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে সিমিত ওভারের সিরিজ চলাকালীন দেশে ফিরেছিলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। জানা গেছিল, ব্যাক ইনজুরি রয়েছে তাঁর। পিঠের একাংশ ফুলে গেছে। তবে বোলারদের জীবনে এই ধরণের চোট নতুন নয়, তাই বর্ডার গাভাসকর ট্রফির আগে তাঁকে বিশ্ꦑরাম দিয়ে পর্যবেক্ষণে রেখেছিলেন অস্ট্রেলিয়ার মেডিক্যাল টিম।
বর্ডার গাভাসকর ট্রফিতে ব্যাটার গ্রিন?
যদিও বর্ডার গাভাসকর ট্রফি শুরুর কয়েক সপ্তাহ আগে যে খবর প্রকাশ্যে আসছে, তাতে কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার। জানা যাচ্ছে, তাঁর চোটের এই মূহূর্তে যা পরিস্থিতি তাতে তাঁর পক্ষে ভারতের বিপক্ষে শুরু থেকে গ্রিনের থাকা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে। তাঁকে পাওয়া গেলেওܫ অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে না, স্রেফ ব্যাট হয়ত করবেন তিনি।
আরও পড়ুন-টেনিস থেকে অবসর ঘোষণা রাফায়েল নাদালের! ꦗনভেম্বরেই শেষব🍸ার কোর্টে…অবসান ফেডেরার-রাফা যুগের…
অস্ট্রেলিয়ার মেডিক্যাল এবং হাই পারফরমেনস টিম এই মূহূর্তে ২৫ বছর বয়সী ক্যামেরন গ্রিনের চোটের জায়গায় পর্যবেক্ষণ করছেন। সার্জারির 🍌কথা ইতিমধ্যেই চিকিৎসকরা ভাবা শুরু করেছেন, তাঁকে চোটমুক্ত করার জন্য। কিন্তু তাঁদের আটকাচ্ছে আসন্ন বর্ডার গাভাসকর ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেখানে গ্রিনের সার্ভিস চান অধিনায়ক প্যাট কামিনস।
গ্রিনের সার্জারি হলে সমস্যায় পড়বে অজিরা…
দলের এমন নির্ভরযোগ্য ক্রিকেটারের যদি অস্ত্র💫োপচার হয় সেক্▨ষেত্রে বর্ডার গাভাসকর সিরিজে খেলার কোনও প্রশ্নই আর থাকবে না তা বলাই বাহুল্য। অবশ্য চোট সাড়াতে যদি অস্ত্রোপচার করা নাও হয়, তাহলেও যে তাঁকে বর্ডার গাভাসকর ট্রফির শুরুতে পাওয়া যাবে তা নয়। প্রায় দেড় মাস ধরে চলায় এই সিরিজের মাঝপথে অস্ট্রেলিয়া দলে যোগ দিতে পারেন গ্রিন।
ওপেনিং নিয়েও মাথা ব্যাথা শুরু হয়ে গেল অজিদের…
গ্রিনের এই চোট আরও একটি কারণে চিন্তায় ফেলেছে অজিদের। ডেভিড ওয়ার্নারের অবসরের প𒊎র ওপেনিং করতেন স্মিথ। চার নম্বরে আসতেন গ্রিন। কিন্তু গ্রিন খেলতে না পারলে ফের চার নম্বরে ব্যাট করতে আসতে হবে স্টিভ স্মিথকে। সেক্ষেত্রে ওপেনিংয়ের জন্য শেফিল্ড শিল্ডের ম্যাচ দেখে ম্যাট রেনশ, মার্কাস হ্যারিস এবং ক্যামেরন বেনক্রাফটের মধ্যে থেকে কাউকে বেছে নিতে হবে। ফলে একটা চোটেই যেন বর্ডার গাভাসকর ট্রফির আগে সব তালগোল পাকিয়ে দিয়েছে ওডিআই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।