🔜 চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-তে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের কামনা করলেন ভারতীয় দলের প্রাক্তন পেসার অতুল ওয়াসন! সকলকে চমকে দিয়ে জানিয়েছেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় চান প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন। রবিবার দুবাইয়ে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তান তাদের শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে।
🌼এই সময়ে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-তে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে যায় পাকিস্তান। এর ফলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে পাকিস্তান দলের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।
ꦚযদি রবিবার ভারতের বিরুদ্ধে পাকিস্তান দল তাদের খারাপ পারফরম্যান্সের ধারা অব্যাহত রাখে, তাহলে টুর্নামেন্টে টিকে থাকতে তাদের নানা জটিল সমীকরণের ওপর নির্ভর করতে হবে। তবে অতুল ওয়াসন মনে করেন, পাকিস্তান জিতলে টুর্নামেন্ট আরও রোমাঞ্চকর হয়ে উঠবে।
আরও পড়ুন … ⛦Champions Trophy 2025: রাতে ৩ ঘণ্টার অনুশীলন! ভারতের পুরনো ঘা খুঁচিয়ে দিতে মরিয়া রিজওয়ানরা
কী বললেন ভারতীয় দলের প্রাক্তন পেসার অতুল ওয়াসন?
𝓰সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন অতুল ওয়াসন বলেন, ‘আমি চাই পাকিস্তান জিতুক, কারণ এতে মজাই হবে, টুর্নামেন্টের দৃষ্টিকোণ থেকে। যদি পাকিস্তানকে জিততে না দাও, তাহলে কী হবে? পাকিস্তান জিতলে প্রতিযোগিতা জমে উঠবে। লড়াই সমানে সমান হওয়া উচিত।’ অতুল ওয়াসন চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল বিশ্লেষণ করে তাদের ব্যাটিং গভীরতার প্রশংসা করেন। দুবাইয়ের কন্ডিশন বিবেচনায় তিনি মনে করেন, ভারত স্পিননির্ভর দল বেছে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন … 𓃲আর কোনও দিন মাটিতে পা রাখতে পারব তো? চোটের সময় আশঙ্কায় ভুগতেন শামি! বাকিটা ইতিহাস
রোহিত শর্মাদের কী বললেন অতুল ওয়াসন
♚অতুল ওয়াসন বলেন, ‘আপনার দলে দুর্দান্ত ব্যাটার রয়েছে, শুভমন (গিল), রোহিত (শর্মা), বিরাট (কোহলি)। অক্ষর প্যাটেল পর্যন্ত আট নম্বরে ব্যাটিং করতে পারেন। রোহিত পাঁচজন স্পিনার নিয়েছেন, এবং দুবাইয়ের জন্য এটাই সেরা দল। যা আছে তাতে বিশ্বাস রাখুন এবং সামনে এগিয়ে যান।’ এ দিকে পাকিস্তান যেখানে হারের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে, সেখানে ভারত তাদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়ে জয়ের সূচনা করেছে।
আরও পড়ুন … 🌊ISL 2024-25: আজই লিগ শিল্ড জিততে পারে মোহনবাগান! গোয়ার ম্যাচ ড্র হলেই কি চ্যাম্পিয়ন? রইল অঙ্ক
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল:
൩রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান দল:
🗹মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ইমাম-উল-হক, কামরান গুলাম, সউদ শাকিল, তায়েব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সলমন আলি আঘা, উসমান খান, আবরার আহমেদ, হ্যারিস রউফ, মহম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি।