𒆙 রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচে পাকিস্তান দলের ড্রেসিং রুমে থাকবেন ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্য আকিব জাভেদ। তিনি পাকিস্তান দলের হেড কোচের দায়িত্ব নিয়েছেন গত বছরই। জ্যাসন গিলেসপি, গ্যারি কার্স্টেনদের চলে যাওয়ার পরে দলের দায়িত্ব দেওয়া হয় আকিবকে, তাঁর কোচিংয়েই দল খেলতে এসেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতীয় দলের মুখোমুখি হওয়ার আগে আকিব জাভেদ জোর দিচ্ছেন দলের পেস অ্য়াটাকে । তিনি নাসিম শাহ, হ্যারিস রাউফদের ওপর অগাধ আস্থা, ভরসা রাখছেন। যদিও রবিবারের ম্যাচের পর তিনি কতটা খুশি হতে পারবেন, তার উত্তর সময়ই দিতে পারবে।
𒉰দেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে পাকিস্তান। হেরে গেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপর ফখর জামানও চোট পেয়ে ছিটকে গেছেন প্রতিযোগিতা থেকে। এরই মধ্যে ভারতীয় দলের বিরুদ্ধে এবার নামছে পাকিস্তান, তবে বিরাটরা যে এই প্রতিযোগিতার অন্যতম ফেভারিট দল। বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা তাই চাইবেন আগামী ৪৮ ঘন্টা যেন তাঁদের জন্য ভালো যায়।
𝓰আরও পড়ুন-২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজন করতে ইচ্ছুক ভারত! পাঠানো হচ্ছে প্রস্তাব! হবে ক্রিকেটও? দেখে নিন
আগামী ৪৮ ঘন্টা পাকিস্তানের গুরুত্বপূর্ণ
⛎রবিবার পাকিস্তান হারলে আর সোমবার বাংলাদেশ হারলে, প্রতিযোগিতা থেকে টাটা বাই বাই হয়ে যাবে পাকিস্তান ও বাংলাদেশের। দেশের মাটিতে খেলা হওয়ায়, সেটা বেজায় লজ্জার হবে রিজওয়ানদের জন্য। ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে ক্রিকেটারদের সাধারণত চাপহীন থাকবে হয়, কিন্তু পাক ক্রিকেটাররা রয়েছেন চাপের প্রেসার কুকাকে। রক্তচাপ বাড়ছে হেড কোচ আকিব জাভেদেরও।
পাকিস্তানের শক্তি পেস অ্যাটাক, দাবি আকিবের
🌺ম্যাচের আগে পাকিস্তান দলের কোচ আকিব জাভেদ বলছেন, ‘প্রত্যেকটা দলই নিজেদের শক্তির ওপর নির্ভর করে ম্যাচ খেলে। আমাদের শক্তি পেস বোলিং। ১৯৯০র দশকের ট্রোইকার কথা মনে পড়ে যাচ্ছে, আর ভারতের বিপক্ষে খেলা সব সময়ই স্পেশাল। ভারত-পাকিস্তান ম্যাচে সব সময়ই আলাদারকমের উন্মাদনা থাকে। এই খেলা থেকেই ক্রিকেটারদের কাছে উঠে আসার সুযোগ থাকে ’।
আক্রম-ইমরানদের সঙ্গে তুলনা হ্যারিসদের
🤪১৯৯০র দশকের ট্রোইকা বলতে আকিব জাভেদ বলতে চেয়েছেন ওয়াসিম আক্রম, ইমরান খান এবং নিজের ত্রিমুখী পেস অ্যাটাকের কথা। কিন্তু তাঁকেও মনে রাখতে হবে বর্তমান পাক দলের হ্যারিস রাউফ, শাহিন আফ্রিদি বা নাসিম শাহরা কেউই ওয়াসিম আক্রম বা ইমরান খানের মানের নয়। আর দুবাইয়ের উইকেটও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো পেস সহায়ক নয় যে তাঁরা অতিরিক্ত সুবিধা পাবেন।