আসন্ন বর্ডার-গাভাসকর🦩 ট্রফি থেকে দূরে সরিয়ে রাখা গেল না চেতেশ্বর পূজারাকে। তিꦍনি ঢুকে পড়ছেন ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের আবহে। সিরিজে পুরোদস্তুর নিজেকে মেলে ধরতে প্রস্তুত চেতেশ্বর। যদিও নতুন আঙ্গিকে। পূজারাকে এবার বর্ডার-গাভাসকর ট্রফিকে দেখা যাবে নতুন ভূমিকায়।
পঞ্চম রাউন্ডের পরেই রঞ্জি ট্রফি আপাতত বিরতি নিয়ে🅘ছে। ২৩ নভেম্বর থেকে শুরু হবে সৈয়দ মুস্তাক আলি ꦫটি-২০ ট্রফি। জাতীয় টি-২০ টুর্নামেন্টের পরে পুনরায় শুরু হবে রঞ্জি অভিযান। সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফিতে মাঠে নামলেও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলবেন না চেতেশ্বর, এমনটাই খবর। তাই তাঁর হাতে অবসর সময় রয়েছে বেশ কিছুদিনের।
এই অবসর সময়েই কেরিয়ারের নতুন ইনিংস শুরু করতে চলেছেন চেতেশ্বর পূজারা। তিনি আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে ধারাভাষ্যকার💮 হিসেবে ধরা দেবেন। পূজারার স্টার স্প꧃োর্টসের হয়ে হিন্দিতে ধারাভাষ্য দেওয়ার কথা।
ঘরের মাঠে নিউজিল্য🔯ান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দল হোয়াইটওয়াশ হওয়ার পরে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানের মতো সিনিয়র ক্রিকেটারদের স্কোয়াডে ফেরানোর দাবি ওঠে। বিশেষ করে পূজারা ঘরোয়া ক্রিকেটে যে রকম ছন্দে রয়েছেন, তাতে অস্ট্রেলিয়া সফরে তাঁকে দরকার বলে মত প্রকাশ করেন বিশেষজ্ঞরা✱।
যদিও জাতীয় নির্বাচকরা সে সব কথায় কান দেননি। তাঁরা বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডে নীতীশ রেড্ডি, হর্ষিত রানার মতো নতুনদের জায়গা করে দিলেও পূজা🎶রাদের ফেরাতে রাজি হননি। সুতরাং, একদিক থেকে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে, পূজারাদের আন্তর্জাতিক কেরিয়ার ♛সম্ভবত শেষ। কেননা আগরকররা পিছন ফিরে তাকাতে রাজি নন কোনও মতেই।
জাতীয় নির্বাচকরা মুখ ফিরিয়ে থাকলেও রান করায় বিরাম নেই চেতেশ্বর পূজারার। তিনি এবছর রঞ্জি ট্রফিতে মাঠে নেমে ইতিমধ্যেই একটি ডাবল সেঞ্চুরি করেছেন। ছত্তিশগড়ের বিরুদ্ধে ২৩৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন চেতেশ্বর😼। শেষ ৫টি ফার্স্ট ক্লাস ম্যাচে ব্যাট করতে নেমে পূজারা ১টি শতরান ও ১টি দ্বিশতরান করেছেন। তিনি ফর্মে ছিলেন গত কাউন্টি মরশুমেও।
চেতেশ্বর পূজারার ফার্স্ট ক্লাস কেরিয়ার
চেতেশ্বর পূজারা এ♏খ🍨নও পর্যন্ত ২৭৫টি ফার্স্ট ক্লাস ম্যাচের ৪৫৩টি ইনিংসে ব্যাট করতে নেমেছেন। সংগ্রহ করেছেন সাকুল্যে ২১১৬৮ রান। পূজারা ফার্স্ট ক্লাস ক্রিকেটে মোট ৬৬টি শতরান করেছেন। সেই সঙ্গে হাফ-সেঞ্চুরি করেছেন ৮০টি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে চেতেশ্বর পূজারার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৩৫২ রানের।