বুধবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ধরা পড়লেন একেবারে অচেনা মহেন্দ্র সিং ধোনিকে🐎। এরকম ধোনিকে কল্পনাও করা যায় না। এদিন মাহির স্বার্থপর রুপটি বড় প্রকট হয়ে উঠল। যা দেখে হতবাক সকলেই।
ধোনির স্বার্থপরতা
এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল চেন্নাই সুপার কিংস🅘। তাদের ইনিংসের শেষ ওভারে ঘটে ঘটনাটি। এই ওভারে ধোনি সিঙ্গল নিতে অস্বীকার করেন। অথচ ডারিল মিচেল ২ রান সম্পূর্ণ করে ফেলেন। রানআউটও হননি তিনি।
আরও পড়ুন: ♕তোমার যখন অভিষেক হয়েছিল, ন্যাপিতে ছিলাম- অমিত মিশ্রর বয়স নিয়ে চরম কটাক্ষ রোহিতের- ভিডিয়ো
𒉰 ২০তম ওভারে বল করতে এসেছিলেন আর্শদীপ সিং। ওভারের তৃতীয় বলে যখন ধোনি পায়ের একটি স্লাইস শট ডিপ এক্সট্রা-কভারের দিকে উঁচু করে খেলেন, তখন বল দূরে যাওয়ায় রানের জন্য দৌড়ান ডারিল মিচেল। কিন্তু ধোনি নিজের জায়গা থেকে নড়েনওনি। উল্টে ফেরৎ পাঠিয়ে দেন মিচলকে। মিচেল ফের নন স্ট্রাইকার জোনে ফিরে আসেন। তিনি রানআউট হতে পারতেন। কিন্তু ভাগ্য ভালো হননি। তবে মিচেল এদিন আউট হলে, ধোনির স্বার্থপরতার জন্যই হতেন।
♛ ধোনি পরের বলে কোনও রান করতে পারেননি। পঞ্চম বলে ছয় হাঁকান। কিন্তু শেষ বলে ২ রান নিতে গিয়ে, রানআউট হয়ে যান। এই প্রথম বার ধোনি ২০২৪ আইপিএলে আউট হলেন। তবে ধোনির এই স্বার্থপর মনোভাব হজম করতে পারেনি নেটপাড়া। ধোনিকে ধুইয়ে দিচ্ছেন নেটিজেনরা।
চেন্নাইয়ের ইনিংস
♉টস জিতে এদিন চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠিয়েছিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারান। শুরুটা কিন্তু খারাপ করেনি সিএসকে। অজিঙ্কা রাহানে এবং রুতুরাজ গায়কোয়াড় মিলে প্রথম উইকেটে ৬৪ রান করেও ফেলেছিল। কিন্তু এর পর থেকেই শুরু হয় উইকেট পতন। ৫টি চারের হাত ধরে ২৪ বলে ২৯ রান করে আউট হন রাহানে। এর পরে কেউ উইকেটে সেভাবে টিকতে পারছিলেন না। সদ্য ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া শিবম দুবে গোল্ডেন ডাক করে আউট হন। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া আর এক তারকা রবীন্দ্র জাদেজাও এদিন চূড়ান্ত ব্যর্থ। চারে নেমে ৪ বলে ২ করে সাজঘরে ফেরেন। বিনা উইকেটে ৬৪ থেকে ৩ উইকেটে ৭০ হয়ে যাওয়ার পর চেন্নাইয়ের ইনিংসের হাল ধরার চেষ্টা করেছিলেন অধিনায়ক রুতুরাজ। পাশে পান সমীর রিজভিকে। রিজভি অবশ্য ২৩ বলে ২১ রান করে আউট হয়ে যান।
💙 এর পর সাজঘরে ফেরেন রুতুরাজও। ৪৮ বলে ৬২ রানের নির্ভরযোগ্য ইনিংস খেলেন রুতুই। তাঁর ইনিংস সাজানো ছিল ৫টি চার, দু'টি ছক্কায়। এর পর মইন আলি ৯ বলে ১৫ করে আউট হন। ধোনি করেন ১১ বলে ১৪ রান। শেষ বলে রানআউট হন ধোনি। ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন ডারিল মিচেল। এদিন চেন্নাইয়ের কেউই সেই ভাবে বিধ্বংসী ইনিংস খেলতে পারেননি। যার জেরে নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ করে সিএসকে। মূলত রুতুরাজের ইনিংসের সৌজন্যেই ১৫০ রানের গণ্ডি টপকায় চেন্নাই।