গত কয়েক বছর ধরে আইপিএলের শেষের দিকে ভারতীয় ক্রিকেটমহলের প্রধান আলোচ্য বিষয় হয় একট𝓰িই। এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল মরশুম? এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বরং এবার গুঞ্জনটা আরও জোরালো হয়েছে অন্য কারণে। এবার ধোনি স্বেচ্ছায় চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব তুলে দিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ের হাতে।
এমনটা নয় যে, ধোনির ব্যাটের ধার কমেছে। বরং চলতি আইপিএলে সংক্ষিপ্ত অবসরে ধোনি যে রকম ঝড় তুলছেন, তাতে খেলা চালিয়ে যেতে পারেন অনায়াসে। তবে বিꩲশেষজ্ঞদের ধারণা, যেভাবে নিজেকে ক্রমাগত পিছনের স♕ারিতে সরিয়ে নিয়ে গিয়েছেন ধোনি, তাতে ইঙ্গিত স্পষ্ট, এবার থামবেন তিনি।
মহেন্দ্র সিং ধোনির এটিই যদি শেষ আইপিএল মরশুম হয়, তবে ঘরের মাঠ চিপকে রবিবারই অভিযান শেষ করতে পারেন মাহি। অবশ্য চেন্নাই যদি দ্বিতীয় কোয়ালিফায়ার ব▨া ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে আইপিএল ২০২৪-এ ফের চিপকে পা পড়বে ধোনির।
কেননা, আইপিএল ২০২৪-এর দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। তার আগে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ ꦺখেলা হবে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
সুতরাং, শুধু প্লে-অফের যোগ্যতা অর্জন করলেই ফের চিপকে খেলতে নামা নিশ্চিত নয় চেন্নাই তথা ধোনির। হয় চেন্নাইকে লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকতে হবে। সেক্ষেত্র﷽ে প্রথম কোয়ালিফায়ারে জিতুক বা হারুক, চিপকে মাঠে নামার সুযোগ মিলবে। জিতলে ফাইনাল ও হারলে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ পাওয়া যাবে। ২টি ম্যাচই অনুষ্ঠিত হবে ধোনিদের ঘরের মাঠে।
অন্যদিকে লিগ টেবিলের তৃতীয় অথবা চতুর্থ স্থানে থেকে চেন্নাই প্লে-অফে উঠলে তাদ🅺ের ফের ঘরের মাঠে লড়াইয়ে নামার জন্য এলিমিনেটরের বাধা টপকাতে হবে। চেন্নাই আইপিএল ২০২৪-এর প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে। রাজস্থান ম্যাচের আগেই ১২ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে সিএসকে।
তবে না আঁচা❀লে বিশ্বাস নেই গোছের ধারণা থেকেই রবিবার চিপকের গ্যালারি ভেসে যায় ধোনি আবেগে। কেননা চলতি আইপিএল মরশুমে এটিই সিএসকের শেষ হোম ম্যাচ। কে বলতে পারে, ক্রিকেট⛄ার হিসেবে এই মাঠে আর পা নাও পড়তে পারে মহেন্দ্র সিং ধোনির।
উল্লেখ্য, চিপকে রাজস্থানের বিরুদ্ধে নিজেদের শেষ হোম ম্যাচে মাঠে নামলেও চেন্নাই লিগের অভিযান শেষ করবে বেঙ্গালুরুতে। 🎶১৮ মে চিন্নাস্বামীতে চেন্নাই লড়াইয়ে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। সিএসকে যদি শেষমেশ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে না পারে, তবে আরসিবির ঘরের মাঠে আইপিএল কেরিয়ারে দাঁড়ি টানতে পারেন ধোনি।