আজ পারথে বিশ্বকাপের পর, প্রথম হোম সিরিজ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। পারথ স্টেডিয়ামে তারা মুখোমুখি হয়েছে পাকিস্তানের, তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে। এই সিরিজকে ঘিরে দর্শকদের উন্মাদনা প্রথম থেকেই ছিল তুঙ্গে। তার প্রধান কারণ দলের তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। সম্প্রতি, ﷽ওয়ার্নার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলার পর তিনি বিদায় জানাবেন এই ফরম্যাটকে। তবে এই দাপুটে ব্যাটারকে দেখা যাবে একদিনের ক্রিকেট ও টি-২০তে। পারথে ওয়ার্নারের ইনিংস দেখতে ভিড় জমেছে। তবে প্রথম সেশনেই তিনি মাঠে উপস্থিত দর্শকদের উপহার দিলেন একটি অবিশ্বাস্যকর শট। নজরকাড়া এই শটটিকে নিজেদের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পড়েছে কিছু মজাদার কমেন্টও।
ওয়ার্নার যে শটটি মারেন তা এর আগেও কয়েকবার দেখা গিয়েছে। ফের একবার ক্রিকেট বিশ্ব দেখল সেই ছবি। হাঁটু মুড়ে ছক্কা মারলেন তিনি। তারপর পিচেই শুয়ে পড়েন। যার বলে ওয়ার্নার💙 ছক্কাটি মারলেন, তিনি পাকিস্তানের তারকা বোলার শাহিন শাহ আফ্রিদি। পাক পেসারকে কোনও তোয়াক্কাই করেননি তিনি। দাপটের সঙ্গে ব্যাটিং করে চলেছেন ওয়ার্নার। উসমান খো🦩য়াজার সঙ্গে ওপেন করতে নেমে চেনা ফর্মে পাওয়া গেল অজি তারকাকে।
শতরানের দিকে এগিয়ে চলেছেন ওয়ার্নার। তিনি বড় রান করতে পারলেও আরও এক ওপেনার খোয়াজা ৪১ রান করে ফিরে যান। তাঁর ইনিংসটি সাজানো ছিল মাত্র ৬টি বাউন্ডারির সৌজন্যে। এখনও পর্যন্ত যা স্কোর, তাতে বেশ চাপেই রয়েছে পাকিস্তান। দাপটের সঙ্গে ব্যাটিং করে চল༒েছেন ওয়ার্নার। প্রতিবেদনটি লেখ💮া পর্যন্ত ওয়ার্নার ৮৭ রানে অপরাজিত রয়েছেন ১২টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে।
উল্লেখ্য, শেষ টেস্ট সিরিজের আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে নিজের বাচ্চা বয়সের একটি ছবি পোস্ট করে ওয়ার্নার দাবি করেছেন, জীবন🌃ে যাই হোক না কেন নিজের উপর বিশ্বাস রাখা উচিত সকলের এবং নিজের স্বপ্নকে চিরকাল ধরে রাখা উচিত। তিনি ক্যাপশনে লিখেছেন, 'সব উঠতি এবং তরুণ খেলোয়াড়দের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই, এটি আমার ছেলেবেলার ছবি যখন আমি প্রথম ব্যাগি পাই। আমি সবাইকে একটাই কথা বলতে চাই বড় স্বপ্ন দেখে যাও। কখনও তা দেখতে ভয় পাবে না। সেই স্বপ্ন তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজের উপর বিশ্বাস রাখো এবং ১০০ শতাংশ দিয়ে যাও। দেখবে তুমি সফল হবেই। কেউ তোমার নিন্দা বা সমালোচনা করলে, তাতে পাত্তা দেবে না। তার জায়গায় নিজের খেলার উপর মনোযোগ দেবে। নিজেদের আশেপাশে শুধু তাদেরই রাখ যারা আপনাকে উদ্বুদ্ধ করবে আগে এগিয়ে চলার। মনে রাখবে বাজে 🐼সময় আসে, কিন্তু তা চিরস্থায়ী নয়।'