যুজবেন্দ্র চাহালের ৭ বছর আগে গড়া বিশ⛎্বরেকর্ড ভেঙে চুরমার করলেন দাউদ আহমেদজাই। রশিদ খানকেও পিছনে ফেলে দুর্দান্ত নজির গড়লেন ফ্রান্সের অখ্যাত লেগ-স্পিনার। মাল্টার বিরুদ্ধে মদিনা কাপের ম্যাচে ৬ উইকেট নিয়ে নতুন ইতিহাস লিখলেন দাউদ।
বৃহস্পতিবার ফ্রান্সের ড্রেক্স স্পোর্ট ক্রিকেট ক্লাবের মাঠে মাল্ট🌸ার বিরুদ্ধে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে ফ্রান্স। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৪ ওভার বল করে ২১ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন ফ্রান্সের লেগ-স্পিনার দাউদ আহমেদজাই।
ছেলেদে𒊎র আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড রয়েছে মালয়েশিয়ার সায়ারাজুল ইদ্রাসের নামে। ইনিংসে ৬টি করে উইকেট নিয়েছেন মোট ১৮ জন বোলার। তবে তাঁদের মাঝেই দাউদের কৃতিত্ব আলাদা করে চিহ্নি꧟ত হয়ে থাকবে। কেননা একজন লেগ-স্পিনার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেরা বোলিং পারফর্ম্যান্স উপহার দেন তিনি।
এতদিন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কোন😼ও লেগ-স্পিনারের সেরা বোলিং পারফর্ম্যান্স ছিল যুজবেন্দ্র চাহালের নামে। তিনি ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ রানে ৬ উইকেট দখল করেন। চাহালের ৭ বছর আগের সেই রেকর্ড ভেঙে দিলেন দাউদ। এই তালিকার তৃতীয় স্থানে চলে যান আফগান তারকা রশিদ খান। তিনি ২০১৭ সালেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৩ রান খরচ করে ৫টি উইকেট দখল করেন।
আরও পড়﷽ুন:- ১টি শতরান ও ৫টি হাফ-সেঞ্চুরি, IPL 2024-এর ১২টি ইনিংসে কেমন খেলেছেন কোহলি?
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কোনও লেগ-স্পিনারের সেরা বোলিং পারফর্ম্যান্স:-
১. দাউদ আহমেদজা🌼ই (ফ্রান্স)- ২১ রানে ৬ উইকেট (বনাম মাল্টা, ২০২৪)।
২. যুজবেন্দ্র চাহাল (ভারত)- ২৫ রানে ৬ উইকেট (বনাম🦩 ইংল্যান্ড, ২০১৭)।
৩. রশিদ খান (আফগানিস্তান)- ♍৩ রানে ৫ উইকেট (বনাম আয়ার🍎ল্যান্ড, ২০১৭)।
৪. লুকাস রসি (আ🅠র্জেন্তিনা)- ৩ রানে ৫ উইকেট (বনাম চিলি, ২০২৩)।
৫. জুনাইদ আজিজ (বাহরিন)- ৫ রানে ৫✅ উইকেট (বনাম জার্মানি, ২০২২)।
ফ্রান্স বনাম মাল্টা মদিনা কাপের দ্বিতীয় ম্যাচের ফলাফল:-
টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ফ্রান্স। তারা নির🦄্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭০ রান সংগ্রহ করে। ৩০ বলে ৫৩ রান করেন হামজা নিয়াজ। ক্র♊িশ্চিয়ান রবার্টস ৪০ ও কামরান আহমেদজাই ২৯ রান করেন। ৩০ রানে ২টি উইকেট নেন মাল্টার জাস্টিন শাজু।
পাটলা ব্যাট করতে নেমে মাল্টা ১৪.৫ ওভারে ৮৪ রানে অল-আউট হয়ে য🐬ায়। ৮৬ রানে ম্যাচ 🔜জেতে ফ্রান্স। জীশান খান ১৮ বলে ২১ রান করেন। দাউদ আহমেদজাইয়ের ২১ রানে ৬ উইকেট ছাড়া ২২ রানে ৩ উইকেট নেন জাহির জাহিরি।