মাথার উপর ধোনি থাকলে দুশ্চিন্তার কারণ নেই। দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পরে চেন্নাই দলনায়🐠কের ভাবখানা এমনই। মরশুমের প্রথম হারের পরে রুতুরাজ গায়কোয়াড় স্পষ্ট জানালেন যে, পরপর ২টো ম্যাচ জেতার পরে এক💧টা ম্যাচে খারাপ পারফর্ম্যান্স হতেই পারে। তাতে দুশ্চিন্তা করার কিছু নেই।
যদিও দিল্লির বিরুদ্ধে রান তাড়া করার সময় চেন্নাই যে ডাকাবুকো ক্রিকেট উপহার দিতে পারেনি, সেটাও জানাতে ভোলেননি রুতুরাজ🔯। তাঁর দাবি, রান তাড়া করার সময় চেন্নাই সর্বদ🙈াই পিছিয়ে ছিল। বড় ওভারে প্রয়োজনীয় রান-রেট কমাতে পারেননি তাঁরা।
হারের কারণ হিসেবে চেন্নাই দলনায়ক একাধিক বিষয় চিহ্নিত করেন। প্রথমত, দিল্লি পাওয়ার প্লে-তে দারুণ ব্যাট করে। দ্বিতীয়ত, বড় রান তাড়া করতে নেমে চেন্নাই পাওয়ার-পꦫ্লে যথাযথ ব্যবহার করতে পারেনি। তৃতীয়ত, প্রথম ইনিংসে পিচে ব্যাট করা সহজ ছিল তবে দ্বিতীয় ইনিংসে স্পঞ্জি বাউন্স দেখা যায়, যার সঙ্গে সড়গড় হওয়া সহজ ছিল না।
রুতুর🌺াজ বলেন, ‘দিল্লি পাওয়ার প্লে-তে অত রান তোলার পরে বোলাররা যেভাবে ঘুরে দাঁড়ায়, তাতে খুশি। ওদ💦ের ১৯১ রানে আটকে রাখার জন্য বোলারদের কৃতিত্ব দিতেই হয়। প্রথম ইনিংসে পিচে ব্যাট করা সহজ ছিল। দ্বিতীয় ইনিংসে বলের বাড়তি নড়াচড়া ও স্পঞ্জি বাউন্স দেখা যায়।’
সিএসকে দলনায়ক পরক্ষণে বলেন, ‘বিরত♏♔িতে মনে হচ্ছিল এই রান তাড়া করা যাবে। তবে বাড়তি বাউন্সের জন্যই কাজ কঠিন হয়ে দাঁড়ায়। তাছাড়া আমরা পাওয়ার-প্লে যথাযথ ব্যবহার করতে পারিনি। আমরা সব সময়ই পিছিয়ে ছিলাম। প্রয়োজনীয় রান-রেট কমানোর জন্য বড় ওভার দরকার ছিল, যেটা আমরা পারিনি।’
শেষে গায়কোয়াড় বলেন, ‘পরপর ২টো ম্যাচ জেতার পরে একটা ম্যাচে একটু খারাপ পারফর্ম্যান্স হতেই পারে। তাতে দুশ্চিন্তার কোনও কারণ নেই। ২-৩টে শট এদিক-ওদ𒐪িক হলে অথবাꦡ কয়েকটা বাউন্ডারি বাঁচাতে পারলেই ছবিটা অন্যরকম হতে পারত।’
উল্লেখ্য, রবিবার ভাইজ্যাগে আইপিএল ২০২৪-এর ১৩তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। ম্যাচে দিল্লির কাছে ২০ রান🃏ে পরাজিত হয় চেন্নাই। টস জিতে শুর💖ুতে ব্যাট করতে নামে দিল্লি। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭১ রানে আটকে যায়।