দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ত এবার সেই সহ প্লেয়ারদের তালিকায় যোগ দিয়েছেন, যাঁরা ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর নিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শনিবার দিল্লি নিজেদের ঘরের মাঠে হাই স্কোরিং ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ১০ রানে হারিয়ে ঢুকে পড়ল প্লে-অফের লড়াইয়ে। আরဣ এই ম্যাচের পরেই পন্ত ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে মুখ খুলেছেন।
ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে উদ্বেগ
ম্যাচের পর পুরষ্কাꦑর 🍸বিতরণী অনুষ্ঠানে পন্ত বলেন, ‘আমরা ২৫০ রানের গণ্ডি টপকাতে পেরে খুব খুশি হয়েছিলাম। কিন্তু ইমপ্য়াক্ট প্লেয়ারের নিয়মের কারণে এমন স্কোর ডিফেন্ড করাও কঠিন হয়ে পড়ছে।’
আরও পড়ুন: মু🌃ম্বই বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক, কিন্তু কার উপর?- ভিডিয়ো
ভারত অধিনায়ক রোহিত শর্মা, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ সহ বেশ কয়েক জন প্রাক্তন খেলোয়াড়ও এই নিয়মের সমালোচনা করেছেন। ২০২৩ সালে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মটি চালু হয়🌼। এই নিয়মে দলগুলি ইনিংস ব্রেকে একজন করে প্লেয়ার পরিবর্তন করার সুযোগ পায়। তবে এই নিয়ম নিয়ে এখন তীব্র বিতর্ক শুরু হয়েছে।
ম্যাকগার্কে মুগ্ধতা
২৭ বলে ৮৪ রানের বিস্ফোরক ইনিংসের জন্য জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পন্ত। তিনি বলেন, ‘ও প্রথম দিন থেকেই অসাধারণ পারফর্ম করছে এবং একজন তরুণ খেলোয়াড়ের কাছ থেকে এটাই চায় সকলে। প্রতি ম্যাচে ও আর🐻ও ভালো পারফরম্যান্স করছে।’
আরও পড়ুন: ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত, ভাইরাল হল সেই ভ🌟িডিয়ো
প্লে-অফে ওঠার সম্ভাবনা
প্লে-অফে পৌঁছানꦇোর সম্ভাবনা সম্পর্কে কথা বলতে গিয়ে দিল্লিj অধিনায়ক বলেন, ‘প্লেঅফে পৌঁছানোর সম্ভাবনা দিন দিন বাড়ছে, কিন্তু আমরা এটা নিয়ে আপাতত ভাবছিনা। প্রতিটা খেলা ধরে এগোচ্ছি।’
ম্যাচের ফল
এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠানোটাই কি বুমেরাং হয়ে গেল? এদিন দিল্💮লির হয়ে ওপেন করতে নেমে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক মুম্বইয়ের কোনও বোলারকে ছাতু করতে বাদ দেননি। এমনকী জসপ্রীত বুমরাহকেও মাঠের বাইরে পাঠাতে পিছপা হননি। তাঁর ঝোড়ো ব্যাটিংয়েই পাওয়ার প্লে-তে ৯২ রান করে ফেলে দিল্লি। যেটি তাদের প্রথম ছয় ওভারে সর্বোচ্চ রান।