গত বছর ঠিক যে পরিস্থিতিতে পড়ে লোকেশ রাহুল দল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, এবছর আইপিএলের প্রথম ম্যাচেই ঠিক তেমনই পরিস্থিতির মু♐খে পড়তে হয় লখনউ সুপার জায়ান্টসের নতুন ক্যাপ্টেন ঋষভ পন্তকে। আইপিএল ২০২৪-এ দলের খারাপ পারফর্ম্যান্সের জন্য লোকেশ রাহুলকে মাঠেই তিরস্কার করেন লখনউ মালিক সঞ্জীব গোয়েঙ্কা। পরে শাক দিয়ে মাছ ঢাকা দেওয়ার চেষ্টা করে লখনউয়ের মালিক পক্ষ। তবে লোকেশ রাহুল অপমান সহ্য করে সুপার জায়✱ান্টস শিবিরে পড়ে থাকতে রাজি হননি।
লোকেশের পরিবর্তে এবছর লখনউ ক্যাপ্টেন্সির দায়ভার তুলে দেয় ঋষভ পন্তের হাতে। পন্তকে দলে নেওয়ার জন্য রেকর্ড ২৭ কোটি টাকা খরচ করতে হয় সুপার জায়ান্টসকে। তবে আইপিএল ২০২৫-এর প্🍬রথম ম্যাচে পন্ত নেতৃত্বে-ব্যাটিংয়ে-কিপিংয়ে ডাহা ফেল। পন্ত ৬ বল খেলে শূন্য রানে আউট হন। ম্যাচের শেষ ওভার মোহিত শর্মাকে স্টাম্প আউট করার সুযোগ হাতছাড়া করে দলকে ম্যাচ হারিয়ে বসেন ঋষভ।
স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়ে যায় যে, এবার লোকেশ রাহুলের মতো মালিকের কাছ থেকে ঝাড় খেতে হবে পন্তকে। ম্যাচের শেষে মাঠের ধারে সঞ্জীব গোয়েঙ্কাকে পন্তের সঙ্গে কথাও বলতে দেখা যায়। তবে এবার হেরে যাওয়া সত্ত্বেও হাসি মুখে ক্যাপ্টেনের সঙ্গে কথা বলে জনসমক্ষে নিজের ভাবমূর্তি বদলানোর চেষ্টা করেন গোয়েঙ্কা। লখনউয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় মালিকের হাসিমুখে খেলোয়াড়দের সঙ্গে কথা বলার ছবিও পোস্ট করা হয়, যা নিয়েও চর্চা শুরু হয়ে যায় সোশ্যাল 🧔মিডিয়ায়।
ম্যাচের শেষে লখনউ মালিক পৌঁছে যান দলের সাজঘরেও। সেখানে ক্রিকেটারদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গোয়েঙ্কা। দিল্লির বিরুদ্ধে ♋এ🅠ই হার হতাশাজনক মেনে নিয়েও ক্রিকেটারদের উদ্দীপ্ত করেন তিনি। এই ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলিকে বেছে নিয়ে ক্রিকেটারদের সামনে এগিয়ে যাওয়ার বার্তা দেন লখনউ মালিক।
ক্রিকেটারদের কী বার্তা দেন গোয়েঙ্কা?
সোশ্যাল মিডিয়ায় লখনউ সুপার জায়ান্টসের পোস্ট করা ভিডিয়োয় ড্রেসিংরুমে গোয়েঙ্কাকে বলতে শোনা যায় যে, ‘ব্য়াটিং ও বোলিংয়ে আমি এই ম্যাচে বিস্তর ইতিবাচক দিকের সন্ধান পেয়েছি। উভয় বিভাগেই আমাদের পাওয়ার প্লে অসাধারণ ছিল। এরকম দিন যায়। আমাদের দলটা তরুণ। ইতিবাচক দিকগুলির দিকে তাকাও। কাল থেকে ২৭ তারিখ পর্যন্ত সামনের দিকে তꦦাকাতে হবে আমাদের। আশা করি ২৭ তারিখে আমাদের ফলাফল দারুণ হবে। এই ম্যাচের ফলাফল হতা𝔍শাজনক সন্দেহ নেই। তবে অসাধারণ ম্যাচ ছিল। ভালো খেলেছ।’
লখনউ মালিকের বার্তায় এটা স্পষ্ট যে, তারা একটি করে ম্যাচ সামনে রেখে এগোতে চাইছে। ২৭ মার্চ লখনউয়ের পরের ম্যাচ সানরাইজার্স হা🔯য়দরাবাদের বিরুদ্ধে। এই ম্যাচটি খেলা হবে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।