সোমবার বিশাখাপত্তনমে লড়াইটা যতটা না লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যে ছিল, তার চেয়েও বড় দ্বৈরথ বোধহয় ঋষভ পন্ত বনাম দিল্লির দলের মধ্যে ছিল💖। পন্ত এই মরশুমে রেকর্ড ২৭ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টসে যোগ দেন। তবে প্রাক্তন ফ্র্যাঞ্চাইজির সতীর্থদের সঙ্গে পন্তের দৃঢ় বন্ধন অটুট রয়েছে। আর সোমবার টসের সময় সেটা স্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে।
আরও পড়ুন: ভাগ্য সহায় ছিল না… মোহিতকে স্টাম্প আউট করার সুবর্ণ সুযোগ মিস করে দলকে ডোবানোর পর, অ♚জুহাত পন্তের
লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবে এবার সেই দলে যোগ দিয়েছেন পন্ত। আর পন্ত না থাকায়, দিল্লি তাদের নতুন অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলকে বেছে নিয়েছে। তবে মাঠে এবং মাঠের বাইরে পন্ত এবং অক্ষরের সম্পর্ক বেশ ভালো। এবং সেটা দেখা গেল, সোমবারের ম্যাচജের সময়েও।
পন্ত-অক্ষরের খুনসুটি
সোমবার টস জিতে দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক প্রথমে বোলিং ক🐬রার সিদ্ধান্ত নেন। আসলে পন্তও টস জিতলে বোলিং-ই নিতেন। যে কারণে অক্ষর কিছু বলার আগেই তাঁকে উত্যক্ত করে পন্ত বলতে থাকেন ‘প্রথমে ব্যাটিং, প্রথমে ব্যাটিং’। তারকা উইকেট রক্ষকের কাণ্ডে হেসে ফেলেন অক্ষর। তিনি অবশ্য সঞ্চালক হিসেবে সেখানে উপস্থিত ভারতের প্র♓াক্তন স্পিনার মুরলী কার্তিকে প্রথমে বোলিং নেওয়ার কথাই জানান।
টসের পর অক্ষর বলেন, ‘আমি পন্তের সঙ্গে আগেও খেলেছি, ও আমাকে চেনে এবং আমিও ওকে জানি। আমরা আমাদের কৌশল জানি।’ পন্ত আবার কিছু♓টা আবেগপ্রবণ হয়ে বলেন, ‘আমি সারা জীবন ডিসির হয়ে খেলেছি, তাই ওই দলকে নিয়ে অনেক আবেগ রয়েছে। প্রস্তুতি ভালো হয়েছে, প্রত্যেকেই সঠিক ফর্মে এবং সঠিক মানসিকতায় রয়েছে।’
ম্যাচের সংক্ষিপ্ত ফল
আইপিএলের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হন ঋষভ পন্ত। এমন কী ফিল্ডিংয়ের সময়ে তাঁর ভুলেই ম্যাচ হাতছাড়া হয় লখনউয়ের। সোমবার হাড্ডাহাড্ডি ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ১ উইকেটে হেরে যায় লখনউ সুপার জায়ান্টস। অক্ষর প্যাটেলের দলের জয়ের নায়ক ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা আশুতোষ শর্মা। ৬৫ রানে ৫ উইকেট পড়ে গেলে, ব্যাট করতে নেমেছিলেন আশুতোষ। তিনি একা দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত ৩১ বলে ৬৬ করে অপ🍸রাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
প্রথম ব্যাট করে লখনউ ৮ উইকেটে ২০৯ রান করেছিল। জবাবে দিল্লি ১৯.৩ ওভারে ৯ উইকেটে করে ২১১ রান। ম্যাচের শেষ ওভারে মোহিত শর্মাকে স্টাম্পড আউট করার সহজ সু🍷যোগ পন্ত হাতছাড়া না করলে, তাঁর দল জিতে♔ই মাঠ ছাড়তে পারত।