🐭 ঋষভ পন্ত দল ছেড়ে যাওয়ায় এবছর অক্ষর প্যাটেলকে নতুন ক্যাপ্টেন নিযুক্ত করে দিল্লি ক্যাপিটালস। অক্ষরের নেতৃত্বে আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচেই রুদ্ধশ্বাস জয় তুলে নেয় দিল্লি। ম্যাচ যেভাবে সারাক্ষণ পেন্ডুলামের মতো দুলতে থাকে, তাতে উভয় দলের সমর্থকরা এক মুহূর্তের জন্য নিশ্চিন্ত হতে পারেননি। যে কোনও মুহূর্তে ম্যাচ ঝুঁতে পড়তে পারত যে কোনও দলের অনুকূলে। শেষমেশ শেষ ওভারের থ্রিলারে বাজিমাত করে ক্যাপিটালস।
⛎ম্যাচে টস-ভাগ্য সঙ্গ দেয় দিল্লি দলনায়ক অক্ষর প্যাটেলের। সুতরাং, শুরুতেই দিল্লি শিবির মানসিকভাবে এগিয়ে থাকে। তবে লখনউয়ের দুই টপ অর্ডার ব্যাটার মিচেল মার্শ ও নিকোলাস পুরান যে রকম আগুনে গতিতে রান তোলেন, তাতে ব্যাকফুটে চলে যায় ক্যাপিটালস। লখনউ একসময় ১১.৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৩৩ রান তুলে ফেলে। সেই সময় লখনউয়ের আড়াইশো টপকে যাওয়া কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল।
꧑সেখান থেকে ধারাবাহিকভাবে উইকেট তুলে লখনউকে ২০৯ রানে আটকে রাখা দিল্লির কৃতিত্বের সন্দেহ নেই। সুতরাং, প্রথম ইনিংসের শেষে ম্যাচে ফেরে ক্যাপিটালস। তবে পালটা ব্যাট করতে নেমে দিল্লি যখন ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে, তখন ক্যাপিটালসের হার কার্যত নিশ্চিত মনে হচ্ছিল।
🍌সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে ৯ উইকেটে ২১১ রান তুলে ম্যাচ জিতে নেয় ক্যাপিটালস। শেষ ওভারে জিততে ৬ রান দরকার ছিল দিল্লির। তবে শেষ ওভারের প্রথম বলেই ক্যাপিটালসের ১১ নম্বর ব্যাটার মোহিত শর্মা স্টাম্প আউট হতে হতে বাঁচেন। অর্থাৎ, ফের হারের প্রায় দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল দিল্লি। ১৯.৩ ওভারে আশুতোষ শর্মা ছক্কা মেরে শেষমেশ স্বস্তির হাওয়া এনে দেন ক্যাপিটালস শিবিরে।
𒆙সুতরাং, সোমবার ভাইজ্যাগে প্রতি মুহূর্তে ম্যাচের পট পরিবর্তন হয়। এমন উত্তেজক ম্যাচ নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুরুতেই প্রশ্নের মুখে পড়তে হয় দিল্লি দলনায়ক অক্ষর প্যাটেলকে। জবাবে তিনি যা বলেন, তাকে সহজ স্বীকারোক্তি যেমন বলা যায়, ঠিত তেমনই ক্রিকেটপ্রেমীদের জন্য সতর্ক বার্তা বলে ধরে নেওয়াও অস্বাভাবিক নয়।
সমর্থকদের সতর্ক করলেন অক্ষর
🔯অক্ষর জানান যে, সারা মরশুম জুড়ে এমন উত্থান-পতনে ভরা রুদ্ধশ্বাস ম্যাচ দেখার জন্য দিল্লি সমর্থকদের তৈরি থাকা উচিত। কেননা এমন টানটান ম্যাচ চোখে পড়বে ফের। অক্ষর বলেন, ‘দেখুন, এটা এবার অভ্যাসে পরিণত করে ফেলুন। আমার ক্যাপ্টেন্সিতে এমনটা হতেই থাকবে। আমার সিদ্ধান্তে এরকম চড়াই-উতরাই হতেই থাকে। কখনও কখনও দেখে রাগও হবে। আজ জিতে গিয়েছি, তাই কেউ বলছে না যে, একে কেন বল করালে, ওকে কেন করালে না। তবে এত বছর ধরে আইপিএল খেলছি। তাই জানি যে, এমনটা হতেই থাকে।’