শেষ তিন ম্যাচে বিশ্রী পারফরম্যান্স করেছে ইস্টবেঙ্গল। কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল সঙ্গে প্রশ্নের মুখে ছিল ফুটবলারদের ফর্ম। এই সবকিছুর মাঝেই কয়েক দিন আগেই কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক ছিন্ন হয়েছে। এই মুহূর্তে চলতি আইএসএলে ইস্টবেঙ্গলের অবস্থাটাও ভালো নয়। টানা তিন ম্যাচে হেরেছে দল। এর মধ্যেই মুখোমুখি হতে হবে জামশেদপুর এফসির। এই ম্যাচে দায়িত্বে থাকবেন বিনো জর্জ। কিন্তু তার পর কী হবে? দলের কোচের দায়িত্ব সামলাবেন কে? কবেই বা আসবেন দলের নতুন কোচ? ইস্টবেঙ্গল ভক্তꦉরাও অপেক্ষা করে আছেন এই উত্তরের। সেই বিষয় নিয়েই এ🤡বার মুখ খুললেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার।
আরও পড়ুন… Irani Cup 2024:🌜 প্রথম শ্রেণিতে টানা তৃতীয় শতরান! ভারতীয় দলে কি বাংলার ব্যাটারের জায়গা পাকা?
কবে আসবে ইস্টবেঙ্গলের নতুন কোচ-
ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচে কোচের দায়িত্বে থাকবেন বিনো জর্জ। কিন্তু তার পর? অনেকের নামই শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের সম্ভাব্য কোচ হিসেবে। কে হবেন লাল-হলুদের পরবর্তী কোচ? কবে নতুন কোচ দলের সঙ্গে যোগ দ♚েবেন? ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারের স্পষ্ট বক্তব্য, ‘হেড কোচ হিসেবে অনেকের নাম শোনা যাচ্ছে। কারা এসব বলছে জানি না। কুয়াদ্রাত নিজে ছেড়ে চলে গিয়েছেন। এটা তো খুব দুর্ভাগ্যজনক। আমরা এটার জন্য তৈরি ছিলাম না। আমরা চেষ্টা করছি, আমাদের একটু সময় লাগবে। আশা করছি, খুব তাড়াতাড়ি নতুন কোচ নিযুক্ত করে নেব।’
আরও পড়ুন… বাবর আজমের পদত্যাগের পরেই হঠাৎ করে অবসর 🐬ঘোষণা করলেন পাকিস্তানের ৩১ বছরের স✤্পিনার
দলের ফুটবলারদের কী বার্তা দিলেন দেবব্রত সরকার-
নতুন কোচ প্রসঙ্গে কথা বলতে গিয়ে দলের ফুটবলারদের একটি বার্তা দিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি বলেছেন, ‘পরিবর্তন তো মাঠে দেখা যায়। সেটা তো আর মনের মধ্যে দেখা যায় না। প্লেয়াররা বুঝতে পেরেছে যে তাঁরা কী হারিয়েছে। প༺েশাদার প্লেয়ারদের নিজেদের দায়িত্বে পেশাদারিত্ব আনতে হয়। অফিশিয়াল বা কোচ তাঁদের বাইরের থেকে একটা সাপোর্ট দিতে পারে। তার বাইরে কিছু করতে পারে না।’
আরও পড়ুন… ICC Women's T20 WC 2024: আজ থেকে শুরু, ভারতের খেলা কবে, জানুন লাইভ স্ট্রিমি🌞ং লিঙ্ক সহ যাবতীয় তথ্য
চলতি মরশুমে দেশের অন্যতম সেরা ফুটবলারদের নিয়ে দল গড়েছে ইস্টবেঙ্গলে। গত মরশুমের আইএসএলের সর্বোচ্চ গোলদাতা, সবচেয়ে অ্যাসিস্ট করা ফুটবলার রয়েছেন। জাতীয় দলের প্লেয়াররাও রয়েছেন লাল-হলুদে। কিন্তু তার পরও মাঠে এর কোনও প্রভাবই দেখা যাচ্ছে না। সামন﷽েই জামশেদপুরের বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে ম্যাচ খেলতে হবে। দেবব্রত সরকারের বক্তব্য, ‘সব🔴 প্লেয়ারই দেশের সেরা প্লেয়ারদের মধ্যে একজন। এখন যারা খেলছে, আশা করব, তাঁরা জানে, এই ম্যাচে কী করতে হবে।’