Emerging Asia Cup 2024 T20: ১৮ অক্টোবর থেকে শুরু হতে চলেছে উদীয়মান পুরুষদের টিম এশিয়া কাপ ২০২৪ টুর্নামেন্ট। শনিবার, এই টুর্নামেন্টের জন্য তার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। অলরাউন্ডার তিলক বর্মা ইমার্জিং এশিয়া কাপে ভারত ‘এ’-দলের নেতৃত্ব দেবেন। বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য বিখ্যাত অভিষেক শর্মাকেও এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে। এই টুর্নামে্টে নিজের শক্তি দেখাতে চাইবেন অভিষেক। টানা দ্বিতীয়বারের মতো ইমার্জিং এশিয়া কাপে খেলবেন তিনি। তিনি শেষবার যশ ꧂ধুলের নেতৃত্বাধীন 🍌দলের অংশ ছিলেন।
আরও পড়ুন… IND vs BAN: অনেক ব্যর্থ হয়েছি, তাই এর সঙ্গে কীভাবে লড়াই ক💎রতে হয় সেটাও জানতাম- সঞ্জু স্যামসন
ব্যাটসম্যান আয়ুশ বাদোনি, অলরাউন্ডার নিশান্ত সিন্ধু, বিগ হিটার নেহাল ওয়াধেরা এবং রমনদীপ সিংও ভারত এ-এর অংশ হয়েছেন। বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন ফাস্ট বোলার বৈভব অরোরা। তাঁকে সমর্থন করবেন তরুণ পেসার রসিক সালাম। রাহুল চাহার এবং আর সা🥃ই কিশোরের মতো খেলোয়াড়রা স্পিন বোলিং নিয়ে প্রতিপক্ষকে সমস্যায় ফেলতে তৈরি থাকবেন। ভারতীয়𝓀 দল ১৯ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে।
আরও পড়ুন… IPL 2025-এ কি খেলবেন প্যাট কামিন্স? আসন্ন মেগা নিলামের আগে মুখ খুললেন SRHꦑ অধিনায়ক
উল্লেখ্য, এমার্জ🐽িং মেনস টিমস এশিয়া কাপের ষষ্ঠ আসরে মোট আটটি দল অংশগ্রহণ করবে। ভারত, পাকিস্তানের পাশাপাশি ট্রফির জন্য লড়াই করবে শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের এ দল। আ👍টটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ বি-তে ভারত এ, পাকিস্তান এ, সংযুক্ত আরব আমিরাত এ এবং ওমান এ দল রয়েছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল ২৫ অক্টোবর অনুষ্ঠিত সেমিফাইনালে খেলবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর।
আরও পড়ুন… চোট নাকি অন্য কিছু? কী জন্য IND vs NZ Test সিরিজ থেকে বাদ পড়লেন মহম্মদ শামি? সামনে এল📖 বড🧸় কারণ
২০২৪ সালের উদীয়মান পুরুষদের এশিয়া কাপের জন্য ভারত A স্কোয়াড: তিলক বর্মা (অধিনায়ক), অভিষেক শর্মা, আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, রমনদীপ সিং, অনুজ রাওয়াত, প্রভ সিমরান সিং, নেহাল ওয়াধেরা, আংশুল কাম্বোজ, হৃতিক শৌকিন, আকিব খান, বৈভব অরোরা, রাসিখ সালাম, সাই কিশোর𒊎, রাহুল চাহার।