এক শতাংশ সুযোগ থাকলেও নিজের সবটা উজাড় করে দিতে হবে। তবেই সেই সুযোগটা এক থেকে বেড়ে ১০ শতাংশ হয়ে ওঠার সুযোগ থাকবে। তারপর আরও একটু বেড়ে ১০ থেকে পৌঁছাতে পারে ৩০-এ। আর শেষপ🐲র্যন্ত 'ম্যাজিকাল' কিছু ঘটতে পারে। অর্থাৎ কোনও লক্ষ্যমাত্রায় পৌঁছানোর সম্ভাবনা যদ𒆙ি এক শতাংশও হয়, তাহলেও আশা ছেড়ে দিলে চলবে না। কারণ নিজের সেরাটা উজাড় করে দিলে ওই এক শতাংশ সুযোগই ১০০ শতাংশে পরিণত হতে পারে।
টানা ছয় ম্যাচে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) আইপিএলের প্লে-অফে পৌঁছাতে ভাইরাল হয়ে গেল বিরাট কোহলির 🀅সেই পেপটক। তবে সেই পেপটকটা ফ্যাফ ডু'প্লেসি, দীনেশ কার্তিক, যশ দয়ালদের দেননি বিরাট। বরং গত বছর উইমেন্সꦡ প্রিমিয়র লিগে (WPL) যখন আরসিবি ভালো পারফরম্যান্স করছিল না, তখন তিনি স্মৃতি মন্ধানাদের উদ্বুদ্ধ করতে গিয়ে দিয়েছিলেন। সেইসময় বিরাট যে পেপটক দিয়েছিলেন, সেটাই এখন ভাইরাল হয়ে গিয়েছে।
বিরাট ঠিক কী বলেছেন?
বিরাট বলেছিলেন, 'অভাবনীয় জিনিস ঘটতে পারে। দুর্ভাগ্যজনক জিনিস ঘটত𒁃ে পারে। কিন্তু তারপরও একটা আশা থাকে। এক শতাংশ সুযোগ থাকবে। কখনও কখনও সেটাই গুরুত্বপূর্ণ হয়। তবে গুরুত্꧙বপূর্ণ বিষয় হল যে ওই এক শতাংশ আশা নিয়ে নিজেকে কী ভাবছো। ওই আশাটাকে এক থেকে ১০-য়ে নিয়ে যেতে, তারপর ১০ থেকে ৩০-এ নিয়ে যেতে, নিজের সবকিছু উজাড় করে দিতে চাইছ কিনা, (সেটা গুরুত্বপূর্ণ)। শেষপর্যন্ত ম্যাজিকাল কিছু হতে পারে।'
নেটিজেনদের প্রতিক্রিয়া
বিরাটের সেই ভাইরাল পেপটকে মজেছেন নেটিজেনরা। এক নেটিজেন বলেন, 'এক শতাংশ থেকে ১০০ শতাংশ- এই কথাটা কখনও ভুলব না আমি।' আরসিবির একজন সমর্থক বলেছেন, 'ভাই, এখনও🅘 বিশ্বাস হচ্ছে না।' একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘ভাই, ২০১৬ সালে (আইপিএল ফাইনালের হারটা) এখনও ভুলতে পারিনি। আশা করছি যে এবার ওরকম কিছু হবে না। আবার ওরকম হলে আর সইতে পারব না।’
প্লে-অফে কোন দলের বিরুদ্ধে খেলবে RCB?
আগামী ২২ মে (বুঝবার) আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 'এলিমিনেটর'-এ নামবে আরসিবি। কার বিরুদ্ধে সেই ম্যাচটা খেলবে, তা এখনও নির্ধারিত হয়নি। তবে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে নামতে হবে। রবিবার আই𝄹পিএলের 'ডবল হেডার'-এ কী ফলাফল হয়, তার উপর নির্ভর করবে 💃যে এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদ নাকি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে আরসিবি।