সদ্য ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। তারই মধ্যে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। তবে তাতে রাজি হননি ঋদ্ধি। হবেনই বা কী করে। কলকাতায় ফিরলেও তাঁর মনে এখনও জমে রয়েছে অনেক অভিমান। ক্রিকেট ছাড়ার পরেই ঋদ্ধিমান স্পষ্ট করেছিলেন যে তিনি এবার কোচিং করাতে চান।&nbs⭕p; তবে সেটা আইপিএলে নয় বলে জানিয়ে দিয়েছিলেন। এবছরের আইপিএল শুরু হতে আর কয়েকমাস বাকি। তার আগে সব দলগুলি নিজেদের গুছিয়ে নিচ্ছে।
২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তাদের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তাঁর ডেপুটি হওয়ার প্রস্তাব এসেছিল ঋদ্ধিমানের কাছ💯ে। এই বিষয়ে বৃহস্পতিবার বাংলার এই প্রাক্তন উইকেটকিপার বলেন, ‘আমি কেকেআর-এর কাছ থেকে প্রস্তাব পেয়েছিলাম। ওরা আমায় সহকারী কোচ করতে চেয়েছিল। কিন্তু কথাবার্তা খুব বেশি এগোয়নি। আমি এখনই দায়িত্বগ্রহণ করতে চাই না। সেই জন্য কথা এগোয়নি। আমার কোচিংয়ের অভিজ্ঞতা নেই। আগে সেটা অর্জন করি। তারপর ভেবে দেখা যাবে।’
আইপিএলে কোচিং না করাতে চাইলেও ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে রাজি ঋদ্ধিমান। বাংলা থেকে প্রস্তাব না পেলেও অন্য রাজ্য থেকে সেই প্রস্তাব এসেছে তাঁর কাছে। তিনি বলেন, ‘বাংলার কোচ হওয়ার প্রস্তাব আসেনি। ১৭ বছর আইপিএল এবং ২৮ বছর ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। বাংলা হোক বা অন্য রাজ্য, আমি রাজি। ♈বাইরের রাজ্যের প্রস্তাব রয়েছে। মাস দু'য়েকের মধ্যে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখা যাক কী হয়।’
বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলে অবসর নিয়েছেন ঋদ্ধিমান সাহা। একটা সময় তাঁকেই ছাড়তে হয়েছিল নিজের রাজ্য। সিএবির এক কর্তার কথায় অভিমানী হয়ে বাংলা ছেড়ে ত্রিপুরায় চলে গিয়েছিলেন তিনি। এই প্রসঙ্গে ঋদ্ধি বলেন, ‘অভিমানের কারণে বাংলা ছেড়েছিলাম। পুরোনো কথা তুলতে চাই না। যা হয়ে গেছে, হয়ে গেছে। আমার তখন মনে হয়েছিল এতবছর ক্রিকেট খেলার পর এই কথাটা শোনা আমার প্রাপ্য নয়। সেই কারণে বাংলা ছেড়ে চলে গেছিলাম। পরে ফিরে আসি। ইডেন থেকে ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল। এখানেই শেষ করতে চেয়েছিলাম। আমার স্ত্রী রোমিও বলেছিল বাংলায় ফিরতে। এখান থেকে অবসর নিতে। দাদিও (সৌরভ গঙ্গোপাধ্যায়) ꧑বলেছিল। আরও অনেকে বলেছিল।&nbs💙p;তাই ফিরে এসেছিলাম।’
বৃহস্পতিবার ঋদ্ধিমানকে সংবর্ধনা দেওয়া হয় কলকাতা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের তরফে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋদ্ধিমানের স্ত্রী এবং কন্য꧃া। এছাড়াও হাজির ছিলেন সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়াও। অনুষ্ঠানে ঋদ্ধি জানিয়ে♏ছেন তিনি এখনও ক্রিকেট মাঠেই থাকতে চান, যদি তাঁর স্ত্রী ঘর সামলে নেন।