চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তার আগে রাচিন রবীন্দ্র এবং লকি ফার্গুসনের꧒ চোট নিয়ে আপডেট দিলেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে এক ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে নেমেছিল কিউয়িরা। শুক্রবার সেই টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে তারা। তার আগে দুই ক্রিকেটারকে নিয়ে আপডেট দিয়ে দিলেন গ্যারি।
রাচিনের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছিল ত্রিদেশীয় সিরিজের পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচে। মিচেল ব্রেসওয়েলের🧜 বলে স্লগ সুইপ মারেন পাকিস্তানের খুশদিল শাহ। ডিপ স্কোয়ার লেগে বলটা ধরতে যান রবীন্দ্র। কিন্তু সেইসময় সম্ভবত ফ্লাডলাইটের কারণে বলটা হারিয়ে ফেলেন তিনি। সরাসরি কপালে লাগে বল। মাটিতে পড়ে যান রাচিন। এরপর দেখা যায় কপাল থেকে রক্ত ঝরছে তাঁর। সঙ্গে সঙ্গে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে।অন্যদিকে আইএলটি-২০ তে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন লকি ফার্গুসন।
রাচিনের চোট সম্পর্কে গ্যারি বলেন, ‘রাচিন ღলাহোরে কপালে খুব বাজে ভাবে আঘাত পেয়েছিল। তবে স্বস্তির বিষয় হল ও ভালোভাবে সেরে উঠছে। আমরা এই মুহূর্তে এইচআইএ প্রোটোকল ফলো করছি। প্রথম কয়েকদিন ওর মাথায় ব্যথা ছিল, এখন সেটা কমেছে, যেটা ভালো খবর। ও আজকে কিছু বল খেলেছে। তবে এখনও ওকে বেশ কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, তারপরেই আমরা ওকে খেলার জন্য ফিট বলে ঘোষণা করতে পারব।’
ফার্গুসনের চোট নিয়ে নিউজিল্যান্ডের কোচ বলেন, ‘লকি ভালো রয়েছে। ও এখানে বল করেছে। এখন তার গতি আরও কিছুটা বেড়েছে। ও যেভাবে এগিয়ে চলেছে তা দেখে খুশি। পরবর্তী দুটি গেমের মধ্যে একটি খেলবে সে।’ উল্লেখ্য,আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি꧋। প্রতিযোগিতায় দুটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে এই প্রতিযোগিতায় খেলতে নামবে পাকিস্তান।
♔আয়োজক দেশ হিসাবে প্রথমে পাকিস্তানের নাম থাকলেও পরে ভারতের চাপে দুবাইকে অন্যতম ভেন্যু হিসাবে বেছে নেওয়া হয়। নিউজিল্যান্ড প্রতিযোগিতায় তাদের প্রথম ম্যাচটি খেলবে ১৯ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ সেই পাকিস্তান। ২৩ ফেব্রুয়ারি রয়েছে সবচেয়ে বড় ম্যাচ। দুবাইয়ে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান।