২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৪, গুজরাট টাইটান্স তাদের প্রথম ম্যাচটি ২৪ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে। আসন্ন আইপিএল ꦑশুরু হতে আর বেশি দিন বাকি নেই, মরশুম শুরুর আগেই গুজরাট টাইটান্স তাদের নতুন ไজার্সি লঞ্চ করে দিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে গুজরাট টাইটান্সের থেকে ১৫ কোটি টাকায় বিনিময়ে কিনে নিয়েছে এবং তাঁকে তাদের অধিনায়ক নিযুক্ত করেছে। হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্স ছাড়ার পর শুভমন গিলকে দলের অধিনায়ক করা হয়েছে। চলতি মরশুমে নিজের নেতৃত্বে দলকে দারুণ ফল দিতে চান তরুণ অধিনায়ক শুভমন গিল।
ভিডিয়ো প্রকাশ করেছে গুজরাট টাইটান্স
রবিবার ১৭ মার্চ, গুজরাট টাইটান্স সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ করেছে, যেখানে তাদের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। ভিডিয়োটি প্রকাশ করে গুজরাট টাইটান্স লিখেছেন, ‘অপেক্ষার꧋ অবসান হল, TATAIPL2024 এর নতুন মরশুমের জন্য আমাদের নতুন কিট প্রকাশ করা হল।’ নতুন জার্সিতে ব্ল্যাক অ্যাডামের শুটের ছোঁয়া রয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়া, যিনি আইপিএল ২০২২ এবং ২০২৩ তে গুজরাটের অধিনায়কত্ব করেছিলেন, তাদের দলে ফিরিয়ে নিয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে, আইপিএল ২০২২ চ্যাম্পিয়ন দলকে নিজের নেতৃত্বে পথ দেখাবেন শুভཧমন গিল। এমন পরিস্থিতিতে, আইপিএল ২০২৪ গিলের জন্য তাঁর নেতৃত্বের দক্ষতা দেখানোর একটি ভালো সুযোগ তৈরি করেছে।
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাট টাইটান্স তাদের প্রথম মরশুমেই রাজস্থান রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। গত মরশুমেও দলের পারফরম্যান্স ছিল চমৎকার। কিন্তু ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হারের মুখে পড়তে হয় গুজরাটকে। তৃতীয় মরশুমে, অধিনায়ক শুভমন গি🌌ল দলকে দ্বিতীয় শিরোপা জেতাতে সম্পূর্ণ চেষ্টা করবেন।
আইপিএল ২০২৪ শুরু হওয়ার আগে, গুজরাট টাইটান্স একটি বড় ধাক্কা খেয়েছে। অস্ত্রোপচারের কারণে পুরো মরশুমের বাইরে ছিটকে গিয়েছেন মহম্মদཧ শামি। আইপিএল ২০২৪ নিলামে, গুজরাট আজমতুল্লাহ ওমরজাই (৫০ লক্ষ), উমে✨শ যাদব (৫.৮০ কোটি), শাহরুখ খান (৭.৪০ কোটি), সুশান্ত মিশ্র (২.২০ কোটি), কার্তিক ত্যাগী (৬০ লক্ষ), মানব সুথার (২০ লক্ষ) কিনেছে। স্পেন্সার জনসন (১০ কোটি), রবিন মিঞ্জকেও (৩.৬০ কোটি) দলে নিয়েছে গুজরাট। এই মরশুমে গুজরাটের হয়ে এই খেলোয়াড়রা কেমন পারফরম্যান্স করেন সেটাই দেখার বিষয়।