মুম্বই ইন্ডিয়ান্স দলে বড় চমক। থেকে গে🦩লেন রোহিত শর্মা। আগামী মরশুমের জন্য মুম্বই ইন্ডিয়ান্স দলে রিটেন হওয়ার ক্রিকেটারদের তালিকায় নাম রইল রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, জসপ্রীত বুমরাহর। সঙ্গে থাকলেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। গত আইপিএলের পর থেকেই জল্পনা চরমে ছিল, রোহিত শর্মা দল ছাড়তে পারেন। কিন্তু সব সিনিয়র ক্রিকেটারকেই বুঝিয়ে একই দলে রাখলেন আম্বানিরা।
আরও পড়ুন-তৃꦡতীয় টেস্টে অভিষেক হচ্ছে না নাইট তারকার! মাস্ট উইন ম্যাচে বিশ্রাম নেইꦆ বুমরাহর…
পাঁচ জাতীয় দলের ক্রিকেটার মুম্বই ইন্ডিয়ান্সে-
টি২০ বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারণই ছিলেন হার্দিক পাণ্ডিয়া। ব্যাট হাতে রানের পাশাপাশি ম্যাচে তিন উইকেট নেন হার্দিক। এছাড়াও ফাইনাল ওভারে সেট হয়ে যাওয়া ডেভিড মিলারকে আউট করে ভারতকে জেতান হার্দিক। অনবদ্য ক্যাচ নিয়েছিলেন সেই শেষ ওভারে সূর্যকুমার যাদব। জসপ্রীত বুমরাহ গোটা প্রতিযোগিতা জুড়েই দুরন্ত ಌবোলিং 🅺করেছিলেন। সেই রোহিত, হার্দিক,সূর্য, বুমরাহ জুটিকেই মুম্বইতে রেখে দিলেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা।
মুম্বইয়ের সবচেয়ে দামি বুমরাহ-
টি২০ বিশ্বকাপ ফাইনালের পর হার্দিকের চোখে যখন জল চলে এসেছিল, তখনই রোহিতই তাঁকে জড়িয়ে ধরেছিলেন। এরপর মুম্বই বিমানবন্দরে নামা꧃র পর হার্দিকের হাত দিয়েই ট্রফি বের করা ෴হয়েছিল। যে শহরে কয়েক মাস আগে দর্শকরা তাঁকে অপমান করেছিলেন, সেই শহরেই ফের একবার আদরের ছেলে হিসেবেই স্বিকৃতি পান পান্ডিয়া। এবার তিনিই রইলেন মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক। তবে মুম্বইয়ের সব থেকে দাবি ক্রিকেটার হলেন জসপ্রীত বুমরাহ, তিনি মুম্বইতে রইলেন ১৮ কোটি টাকায়।
আরও পড়ুন-T20 বিশ্বক🥂াপ জিতিয়েছিল হার্দিক! কৃতজ্ঞতায় সম্ভ💮বত MIতেই থাকছেন রোহিত! আর কারা থাকছেন?
রোহিতে থেকে দামি হার্দিক-সূর্য-বুমরাহ-
রোহিত শর্মা অবশ্য অধিনায়ক হার্দিক পা♔ন্ডিয়ার থেকে সামান্য অর্থ কম নিলেন। দেখালেন ভ্রাতৃত্😼ববোধ। সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ডিয়া ১৬.৩৫ কোটি টাকা নিলেও রোহিত সেখানে দলে রইলেন ১৬.৩০ কোটি টাকায়। মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে দলের ক্রিকেটারদের রিটেনশন লিস্ট প্রকাশিত হওয়ার পরই ঐক্যতার বার্তা দিলেন হার্দিক পাণ্ডিয়া। নিজের সোশাল নেটওয়ার্কিং সাইটে একটি ভিডিয়ো প্রকাশ করলেন তিনি।
আরও পড়ুন-২০২৪ IPL-এ ব্যর্থ! রশিদ-গিলদের💯 রাখলেও অনেককই ছﷺাড়ছে GT! একঝলকে সম্ভাব্য রিটেনশন…
পাঁচটা আঙুল মিলিয়ে ঐক্যের বার্তা-
সেই ভিডিয়োতে হার্দিক পাণ্ডিয়া জানান, এই মুম্বইয়ের মাঠ থেকে তিনি অনেক কিছুই পেয়েছেন। উঠে এসেছেন জাতীয় দলে। ২০১৩ থেকে শুরু করে ২০২০, এখনও তাঁর চোখে ভাসছে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতিগুলো। সেকথা মনে করেই হার্দিক বললেন, ২০২৫ সালে দল ফিরবে আরও শক্তিশালী হয়েই। একইসঙ্গে জানেলন, মুম্বইয়ের পাঁচ ভা🔯রতীয় রিটেনশন হচ্ছে পাঁচ ভাইয়ের মতো। হাতের পাঁচটা আঙুল মিলে যেমন একটি মুঠো তৈরি হয়, তাঁদের পাঁচজন মিলেও তেমনই শক্তিশালী দল তৈরি হ𝔉বে।