চলছে পুরুষদের একদিনের ক্রিকেট বিশ♔্বকাপ। প্রায় মাঝামাঝি পর্যায়ে এসে জমে উঠেছে এই টুর্নামেন্ট। অন্যদিকে মহিলা ক্রিকেটের প্রতিটি দলের খেলোয়াড়রা নিজেদের গুছিয়ে নিচ্ছে জাতীয় দলের হয়ে শুরু হতে চলা বড় টুর্নামেন্ট গুলির আগে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর খেলছেন মহিলাদের বিগ ব্যাশ লিগে। সেখানেই প্রতিপক্ষ বোলার সোফি ডিভাইনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। জল অনেক দূর গড়ালে আম্পায়ারদের মধ্যস্থতায় পরিস্থিতি ঠান্ডা হয়।
শুক্রবার এই টি-টোয়ে🌌ন্টি টুর্নামেন্টে ২২ তম ম্যাচ খেলতে নামে মেলবোর্ন রেনেগার্ডসের মহিলা দল। প্রতিপক্ষ পার্থ স্কচার্স। প্রথমে ব্যাꦛট করতে নেমে ছয় উইকেট হারিয়ে ১৭১ রান তোলে হরমনপ্রীতরা। এই ম্যাচে ভারত অধিনায়ক ৫২ রান করে অপরাজিত থাকেন। তবে ১৬ তম ওভারের আর শেষ বলে প্রতিপক্ষের অধিনায়ক বোলার সোফির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। ওই বল খেলার আগে কিছুটা অপ্রস্তুত ছিলেন এই আক্রমণাত্মক ব্যাটার। ফলে বোল্ড হয়ে যান তিনি। এরপরেই তিনি অভিযোগ করেন এই দলটি খেলার জন্য প্রস্তুত ছিলেন না। তখনই দুই ক্রিকেটারদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে শুরু করে।
সোফি এই বলটি কে যোগ্য ডেলিভারি হিসেবে দেখানোর জন্য আবেদন জানাতে থাকেন। এই অভিযোগ এবং আবেদনের মধ্যে দুই ক্রিকেটার নিজেদের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়েন। মাঠে উপস্থিত আম্পায়ার সঙ্গে সঙ্গে হস্তক্ষে🉐প করেন। কিছুক্ষণ আলোচনার পর সিদ্ধান্ত হরমনপ্রীতরের পক্ষে যায়। বলটিকে ডেথ বল বলে ঘোষণা করা হয়।
এই ঘটনা পুরোটাই কাছে থেকে দেখেছেন পার্থের উইকেট কিপার বেথ মুনি। সেই সময় এই দুই ক্রিকেটারদের মধ্যে লড়াই কে জিতবে তা বোঝা খুব মুশকিল হয়ে উঠেছিল। ভারত অধিনায়কের মনোভাবের কিছুটা ভয় পান বেথ। ম্যাচ শেষের পর তিনি বলে যান, 'হরমনপ্রীত ও সোফির মধ্যে যে ঝগড়া শুরু হয়েছিল ꧂তা কে জিতবে বোঝা মুশকিল হয়ে যাচ্ছিল। তবে আমি হরমনপ্রীতের মনোভাবে ভয় পেয়েছি।'
ম্যাচের প্রথম ইনিংসে উত্তপ্ত বাক্য বিনিময় হলেও দ🌠্বিতীয় ইনিংসে নেই সম্পূর্ণ হয়েছে। রান তাড়া করতে নেমে পার্থ স্কচার্সের মেয়েরা ১৬ বল বাকি থাকতেই প্রয়োজনীয় ১৭২ রান তুলে নেয়। সোফি নিজেও ভালো পারফরম্যান্স করেন। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতে লিগ টেবিল এর চতুর্থ স্থানের রয়েছে তারা। অন্যদিকে হরমনপ্রীতদের সময়টা ভালো যাচ্ছে না পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে তারা।