ꦕ শুভব্রত মুখার্জি:- ভারতের বিরুদ্ধে সবেমাত্র শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার মেয়েদের ওয়ানডে সিরিজ। দেশের মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বেশ আধিপত্য রেখেই জিতেছে ভারতীয় দল। এই সিরিজেই ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন। ব্যাট হাতে প্রতিটি ম্যাচেই দুরন্ত ছন্দে ছিলেন ভারতের সহ অধিনায়ক স্মৃতি মন্ধনা। পাশাপাশি শতরান করেছেন হরমনপ্রীত কৌরও। তাদের এই ভালো ব্যাটিংয়ের সুফল পেলেন তারা। মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি মেয়েদের ওয়ানডে ফর্ম্যাটে ব্যাটারদের নয়া তালিকা ঘোষণা করেছে। সেই তালিকাতেই প্রথম দশে জায়গা করে নিয়েছেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক এবং সহ অধিনায়ক।
আরও পড়ুন… 🦩Copa America 2024: ১০ জনের পেরুকে হারিয়ে কানাডার চমক, পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখলেন জোনাথন ডেভিড
🐬ব্যাটারদের ক্রমতালিকায় দুই ধাপ উপরে উঠেছেন হরমনপ্রীত। তিনি এই মুহূর্তে রয়েছেন নয় নম্বরে। অন্যদিকে মন্ধনার ঝুলিতে রয়েছে ৭৩৮ পয়েন্ট। তিনি তাঁর প্রথম দশের মধ্যে স্থানটি ধরে রেখেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে তিনি ছিলেন স্বপ্নের ফর্মে। তিন ম্যাচে মোট ৩৪৩ রান করেন তিনি।এই সিরিজেই তিনি দেশের মাটিতে তাঁর প্রথম শতরান ও করেছেন। ভারতের বিরুদ্ধে সিরিজে ৩-০ ফলে হেরে গেলেও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্টের পারফরম্যান্স বা ক্রমতালিকায় অবস্থানে প্রভাব পড়েনি। তিনি তিনধাপ উঠে এসেছেন। এই মুহূর্তে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের ন্যাট স্কিভার ব্রান্ট। ন্যাটের থেকে মাত্র ১৬ পয়েন্টে পিছিয়ে রয়েছেন লরা উলভার্ট।
𒁏ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুতে লরা উলভার্ট ১৩৫ রানের একটি দুরন্ত অপরাজিত ইনিংস খেলেন। তৃতীয় ম্যাচে ও বেশ ভালো পারফরমেন্স করেন তিনি। এই ম্যাচে ৬৫ রানের ইনিংস খেলেছেন তিনি। লরা উলভার্টের সতীর্থ মারিজান কাপ দুই ধাপ উঠেছেন ক্রমতালিকায়। ব্যাটারদের তালিকায় রয়েছেন সাত নম্বরে। ভারতীয় ব্যাটার জেমিমা রডরিগেজ চার ধাপ উঠে আপাতত রয়েছেন ২৯ নম্বরে। ওডিআই বোলারদের তালিকায় দক্ষিণ আফ্রিকার স্পিনার ননকুলুলেক মিলাবা পাঁচ ধাপ উঠে এই মুহূর্তে রয়েছেন ২২ নম্বরে। শ্রীলঙ্কার কবিশা দিলহারি আট ধাপ উঠে রয়েছেন ৩৪ নম্বরে। ছয় ধাপ উঠে ২২ নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার উদেশিকা প্রবোধিনী। ভারতের দীপ্তি শর্মা ৬৭১ পয়েন্ট নিয়ে রয়েছেন চার নম্বরে।