ওয়ানখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে টেস্টে দাপট অব্যাহত ভারতীয় মহিলা ক্রিকেট দলের। তৃতীয় দিনে তারা প্রথম ইনিংস শেষ করল ৪০৬ রানে। ভারতীয় ব্যাটারদের সামনে রীতিম♕তো অপেশাদার দেখায় অস্ট্রেলিয়ার বোলারদের। রীতিমতো দাপটের সঙ্গে ব্যাটিং করে তারা। উপরের শাড়ি থেকে নিচের শাড়ি, সকলেই ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে একমাত্র প্রভাব ফেলতে পেরেছেন অ্যাশলে গার্ডনার। তিনি নেন চারটি উইকেট। জবাবে রান তারা করতে নেমে ১৮৭ রানের লিড টপকালেও সুবিধাজনক অবস্থায় নেই অস্ট্রেলিয়ার মহিলা দল। ইতিমধ্যেই, অর্ধেক দল ফিরে গিয়েছে প্যাভিলিয়নে।
শনিবার তৃতীয় দিনের খেলা খেলতে নামে দুই দল। ৭ উইকেটে ৩৭৬ রান নিয়ে খেলতে নেমে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪০৬ রানে। অর্থাৎ তারা এগিয়ে থাকে ১৮৭ রানে। প্রথম ইনিংসে অর্ধশতরান আসে চারজনের ব্যাট থেকে, স্মৃতি মন্ধনা (৭৪), রিচা ঘোষ (৫২) জেমিমা রড্রিগেজ (৭৩) এবং দীপ্তি শর্মা (৭৮)। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট নেন অ্যাশলে গার্ডনার। এছাড়া দুটি করে উইকেট পা🐟ন কিম গার্থ ও সাদারল্যান্ড এবং একটি উইকেট নেন জোনাসেন। জবাবে ভারতের লিড টপকানোর করার উদ্দেশ্যে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর পাঁচ উইকেটে ২৩২। এখনও পর্যন্ত সর্বোচ্চ ৭৩ রান করেছেন ম্যাকগ্রা। তাঁর মোট সংগ্ৰহ ৭৩। ভারতীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট পেয়েছেন স্নেহ রানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর।
ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ভর করে চাপে রয়েছে অজিরা। দ্বিতীয় ইনিংসে পরপর উইকেট হারাতে থাকে টিম অস্ট্রেলিয়া। বলাꦜ ভালো, ম্যাকগ্রা ছাড়া আর কেউ সেই ভাবে দাঁড়াতেই পারেননি। এসেছেন আর গিয়েছেন। এখনও পর্যন্ত ম্ꦜযাকগ্রা ৭৩ রান করেছেন। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল মাত্র ১০টি বাউন্ডারির সৌজন্যে। যদিও অধিনায়ক হিলি ৩২ রান করে ফিরে যান। কিন্তু দলকে সেই ভাবে ভরসা দিতে পারেননি। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান। সাদারল্যান্ড ১২ এবং গার্ডনার ৭ রানে অপরাজিত রয়েছেন।
ভারতকে এই ম্যাচ জিততে হলে চতুর্থ দিনের খুব তাড়াতাড়ি অজিদের সব উইকেট ফেলে দিতে হবে। বর্তমানে অর্থাৎ তৃতীয় দিনের শেষে মাত্র ৪৬ রানের লিড নিয়ে🌌 এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া দল। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে জোড়া উইকেট নিয়েছেন স্নেহ রানা এবং হরমনপ্রীত কৌর।