অস্ট্রেলিয়ায় গিয়ে পুরনো 'রোগ' কিছুটা মাথাচাড়া দিয়ে উঠলেও ভ﷽ালো 'কামব্যাক' করলেন বিরাট কোহলি। সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ওয়াকায় ইন্ডিয়া 'এ' দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রাথমিকভাবে মুকেশ কুমারকে সামলাতে বিরাটকে বেশ বেগ পেতে হচ্ছিল। তারইমধ্যে দুটি দুর্দান্ত ড্রাইভ খেলেন। সেটার মধ্যে একটি ছিল বিরাট স্পেশাল কভার ড্রাইভও। কিন্তু শেষপর্যন্ত পঞ্চম স্টাম্পের একটা বলে ব্যাট ভাসিয়ে রেখে আউট হয়ে যান বিরাট। ব্যাটের নীচে দিকের অংশে বলটা চুমু খেয়ে স্লিপ কর্ডনের দিকে চলে যায়। ১৫ রান করেই আউট হয়ে যান বিরাট।
নেট থেকে ফিরে ভালো ছন্দে বিরাট
সেভাবে আউট হওয়ার পরেই বিরাট নেটে গিয়ে একপ্রস্থ ঘাম ঝরাতে শুরু করেন বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, মুকেশের বলে আউট হওয়ার পরে ওয়াকার পিছনে অবস্থিত নেটে আড়াই ঘণ্টা কাটান বিরাট। সঙ্গে ছিলেন থ্রো-ডাউন স্পেশালিস্টরা। আর তারপর ওয়াকার মাঠে ফিরে এসে ব্যাট করতে থাকেন। সেইসময় তাঁকে অনেক ভালো 🧔ছন্দে লাগছিল বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ায় যেমন বিরাট খেলে থাকেন, সেরকম ছন্দে খেলতে শুরু করেন ভারতের মহাতারকা। ওই রিপোর্ট অনুযায়ী, ক্রিজের বাইরে ব্যাট করতে থাকেন। অস্ট্রেলিয়ায় যেভাবে পেসারদের সামলে থাকেন, সেভাবেই ফ্রন্🦩টফুট এসে খেলতে থাকেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেই পর꧟িস্থিতিতে বলের লেংথ এবং লাইনও আরও ভালোভাবে বুঝতে পারছিলেন। লেংথ বলকে তাড়া না করে বরং নিজের শরীরের দিকে আসতে দিচ্ছিলেন। শরীরের কাছে নিজের হাতটা রাখছিলেন। ব্যাট এবং বলের মধ্যেও ভালো সংযোগ হচ্ছিল।
তাহলে কি নিজের সেরা জায়গায় পৌঁছে গিয়েছেন বিরাট?
এখনও সেটা বলা যাবে না বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, কয়েকটি ড্রাইভ মারার চেষ্টা করেও মারতে পারেননি বিরাট। কয়েকবার তাঁর হাতে ব্যাটও ঘুরে যায়। এমনকী মেজাজও হারিয়ে ফেলেন। বলটা একেবারে সোজা মারার চে🐽ষ্টা করেছিলেন। কিন্তু সেটা করতে পারেননি। বরং বলটা মিড-উইকেটের দিকে চলে যায়✤। তাতেই নিজের উপরই বিরক্ত হয়ে পড়েন। রেগে গিয়ে মাঠে লাথি মেরে বসেন। একবার বল তাড়া করতে খেলতে গিয়েও বিপাকে পড়েন।
দুর্দান্ত ড্রাইভ ও পুল শট মারেন বিরাট
ওই রিপোর্ট অনুযায়ী, সেই দ্বিতীয় দফায় প্রায় এক ঘণ্টা ব্যাটিং করেন বিরাট। সেইসময় কয়েকটি দুর্দান্ত শট আসে তাঁর ব্যাট থেকে। পয়েন্ট দিয়ে বিরাট-সুলভ ড্রাইভ মারেন। দারুণ জায়গায় দিয়ে দাপটের সঙ্গে পুღল শটও মারেন বিরাট। একবার আবার বাইরের বলে ব্যাটও চালিয়ে বসেন বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।