নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাꦬচেও ꦡহারের মুখে পড়তে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এবং এর সঙ্গে সিরিজও হারতে হয়েছে রোহিত অ্যান্ড কোম্পানিকে। এই সময়ে, টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির পারফরম্যান্স সবার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিরাট কোহলি বর্তমানে❀ তাঁর খারাপ ফর্মের সঙ্গে লড়াই করছেন। তিনি তাঁর ব্যাট থেকে রান তুলতে পারছেন না এবং ক্রিজে খারাপ শট খেলে আউট হচ্ছেন। কিন্তু কোহলির খারাপ ফর্মের মধ্যেই তাঁকে নিয়ে বড় ধরনের বক্তব্য দিয়েছেন ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্কা রাহানꦦে। কোহলি সম্পর্কে রাহানে কী বললেন সেটা জেনে নেওয়া যাক।
বিরাট কোহলিকে নিয়ে কী বললেন অজিঙ্কা রাহানে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলা টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি বর্তমানে তাঁর ব্যাটিং নিয়ে খারাপ পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। গত বেশ কিছু ম্যাচে তার ব্যাট নীরব থাকায় রান করতে ব্যর্থ হচ্ছেন। এমন পরিস্থিতিতে তাকে নিয়ে বিবৃতি দিয়েছেন অজিঙ্কা রাহানে। রাহানে বলেছেন, ‘আমি বিরাট কোহলির কাছ থেকে অনেক কিছু শিখেছি, সে যেভাবে খ♎েলা নিয়ে চিন্তা করে এবং তার ফিটনেসের দিকে মনোযোগ দেয় তা প্রশংসনীয়।’
আরও পড়ুন… বাবর আজমের পরিবর্তে সাদা বলের নতুন অধিনায়ꦐক পেয়ে গেল পাকিস্তান, দায়িত্বে তারকা ক্রিকেটার
বাজে ফর্মের সঙ্গে লড়াই করছেন বিরাট কোহলি
বিরাট কোহলি বর্তমানে তাঁর কেরিয়ারের খারাপ সময় কাটিয়ে গিয়েছেন। 𝕴বিরাটের ব্যাট মনে হচ্ছে শেষ বেশ কিছু ম্যাচ নীরব। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকꦆে ব্যাট হাতে সেঞ্চুরি করতে পারেননি, যা চিন্তার বিষয়। টেস্ট ক্রিকেটের শেষ ১২ ইনিংসে বিরাট কোহলি মাত্র ২টি হাফ সেঞ্চুরি করেছেন। তার খারাপ ফর্ম টিম ইন্ডিয়ার জন্যও চিন্তার কারণ। আসন্ন অস্ট্রেলিয়া সফরের পরিপ্রেক্ষিতে টিম ইন্ডিয়ার ফর্মে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন… IND W vs NZ W: কাজে এল না সায়মা-রাধার লড়াই, নিউজিল্যඣান্ডের কাছে ৭৬ রানে হারল হরমনপ্রীღতদের ভারত
অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলি কেন গুরুত্বপূর্ণ?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পর টেস্ট ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া সফরে যেতে হবে টিম ইন্ডিয়াকে। বর্ডার গাভাসকর ট্রফিতে ফর্মে থাকা বিরাট কোহলির জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলির পারফরম্যান্স বরাবরই দুর্দান্ত, কিন্তু যখন বর্ডার গাভাসকর ট্রফির কথা আসে, তখন তার ব্যাটে আগুন হয়ে জ্বলে ওঠে। বিরাট ক𓆏োহলি বর্ডার গাভাসকর ট্রফিতে ২৫টি ম্যাচ খেলেছেন যাতে তিনি ৪৭.৪৯ গড়ে ২০৪২ রান করেছেন।