ওয়াংখেড়েতে ইতিহাস গড়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। ৬৪ বছর আগে যে কাজটি করে দেখিয়েছিল ভারতের পুরুষ দল, এবার তা করে দেখালো মেয়েরা। ১৯৫৯ সালের ২৪ ডিসেম্বর অস্ট্রেলিয়াকে প্রথমবার টেস্টে হারায় ভারতের পুরুষ দল এবং ২০২৩ সালের একই দিনে অস্ট্রেলিয়া মহিলা দলকে প্রথমবার টেস্টে পরাজিত করে ভারতের মেয়েরা। এই জয়কে ঘিরে ইতিমধ্যেই নিজের অবস্থান জানিয়েছেন দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তবে এবার তাদের সমর্থনের হাত বাড়িয়ে দিলেন ভারতের পুরুষ দলের অধিনায়ক রোহিত শর্মা। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন যে ভারতের মহিলা ক্রিকেট দলকে আরো বেশি করে টেস্ট ম্যাচ খেলানো উচিত। পাশাপাশি তিনি আরও জানান যে তিনি যতো তাঁদের খেলা দেখছেন ততো মুগ্ধ হয়ে যাচ্ছেন এবং তিনি খুশি শেষ দুটি টেসౠ্টের ফলকে নিয়ে।
অস্ট্রেলিয়া মহিলা দলের বিরুদ্ধে একমাত্র ম্যাচের টেস্ট সিরিজে সহজে জয় পায় ভারতের মহিলা দল। সৌজন্যে স্মৃতি মন্ধানা, জেমিমা রড্রিগেজদের দুর্দান্ত ব্যাটিং এবং স্নেহ রানার বিধ্বংসী বোলিং। রীতিমতো চোখের নিমেষে গুঁড়িয়ে দেয় অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারকে ভারতের বোলাররা। এই জয়ত🍎ে খুশি সকল দেশবাসি। তেমনি এই জয়তে খুশি প্রকাশ করেছেন ভারতের প♑ুরুষ দলের অধিনায়ক রোহিত শর্মা। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে হিটম্যান জানিয়েছেন যে তিনি চান আগামী দিনে দেশের মহিলা দল আরও বেশি করে টেস্ট ক্রিকেট খেলুক।
রোহিত বলেন, 'শেষ দুটি টেস্ট ম্যাচে আমাদের দেশের মেয়েরা যেভাবে পারফর্ম করেছে সেটা সত্যিই প্রশংসার যোগ্য। আমি মুগ্ধ হয়েছি। আমি ম্যাচের শুরু থেকেই ওদের সকলের মধ্যে একটা ♒আলাদা খিদে দেখেছিলাম জয়ের জন্য। তবে পাশাপাশি এটাও দেখতে আমার ভালো লাগছে যে মানুষ আরও বেশি করে টেস্ট ক্রিকেট দেখা পছন্দ করছে, সে পুরুষদের হোক কি মেয়েদের।'
পাশাপাশি, তিনি আরও দাবি করেন যে আগামী দিনে তিনি চান ভারতের মহিলা দল আরও বেশি করে টেস্ট ক্রিকেট খেলুক। তিনি বলেন, 'ওরা যেভাবে শেষ দুটি ম্যাচে পারফর্ম করেছে, ওদের খেলার মধ্যে একটা আলাদা উন্নতি দেখা গেছে। আশা করছি নিজেদের খেলার আরও উন্নতি করে আগামীদিনেও ওরা একইভাবে খেলবে বিপক্ষ দলগুলির বিরুদ্ধে এবং আরও বেশি করে টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পাবে। কারণ আমি মনে করি টেস্ট ক্রিকেট বাকি সব ফরম্যাটের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং এই পাঁচদিন আপনাকে বিভিন্ন চ্যালেঞ𝔍্জের মুখোমুখি হতে হয়। তবে আমি বাজি ধরে বলতে পারি ভবিষ্যতে আমাদের মেয়েরা আরো বেশি টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পাবে।'