🌄 ২২ রানে ৪ উইকেট ছিল। সেখান থেকে রোহিত শর্মা এবং রিঙ্কু সিং মিলে বিধ্বংসী মেজাজে ভারতকে ২০০ পার করিয়ে দিলেন। আর শেষ ওভারে দুই তারকা মিলে ছয়ের বন্যা বইয়ে দিলেন রোহিত শর্মা এবং রিঙ্কু সিং। সেই সঙ্গে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এক ওভারে সর্বাধিক রান করার রেকর্ড স্পর্শ করেছেন রোহিত এবং রিঙ্কু।
🐽৪-৭ নো-বল-৬-১-৬-৬-৬- এই জুটি ইনিংসের শেষ ওভারে করিম জনাতকে ঠেঙিয়ে পুরো ৩৬ রান নিয়ে ফেলেন। সেই সঙ্গে তাঁরা যুবরাজ সিং এবং কায়রন পোলার্ডের রেকর্ড স্পর্শ করে ফেলেন। যুবি এবং পোলার্ড দু'জনেই এক ওভারে যথাক্রমে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬টি ছক্কা হাঁকিয়ে নজির গড়েছিলেন। তবে এখানে রোহিত এবং রিঙ্কু দু'জনে মিলে ৩৬ রান করেন।
♛পাশাপাশি পঞ্চম উইকেটে ৯৫ বলে অপরাজিত ১৯০ রানের পার্টনারশিপ করেও টি-টোয়েন্টিতে নজির গড়েন রোহিত-রিঙ্কু। পঞ্চম উইকেটে জুটিতে সর্বোচ্চ রান করেন তাঁরা। ভারত যখন ২২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে, তখন হাল ধরেন রোহিত আর রিঙ্কু। আর-আর জুটি এর পর বিস্ফোরণ ঘটান। দুই তারকাই বড় শট মারতে ওস্তাত। তাঁদের দাপটে ভারত শেষ পর্যন্ত নির্দিষ্ট ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১২ রান করে।
♔প্রথম দু'ম্যাচে শূন্যতে আউট হওয়ার পর আকাশ চোপড়ার কটুক্তির মুখে পড়তে হয়েছিল রোহিত শর্মাকে। এদিন যাবতীয় সমালোচনার জবাব দিলেন ভারত অধিনায়ক। একা কুম্ভ রক্ষা করলেন। পাশে পেলেন রিঙ্কুকে। এদিন বিধ্বংসী মেজাজে ছিলেন দুই তারকাই। ৪১ বলে হাফসেঞ্চুরি করেন রোহিত। এর পর তিনি ঝড় তোলেন। ৬৪ বলে শতরানে পৌঁছে যান। অন্যতম সেরা ইনিংস। ৬৯ বলে ১২১ রানে থাকেন অপরাজিত। মারকুটে ইনিংসে রয়েছে ৮টি ছয়, ১১টি চার।
আরও পড়ুন: ♎চারে লেগবাই দিলেন?আগের দু' ম্যাচে শূন্য করেছি- আম্পায়ারের সঙ্গে রোহিতের মজার কথোপকথনের ভিডিয়ো ফাঁস
🎶উল্টোদিকে রিঙ্কু সিং ৩৯ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংস সাজানো ছিল ছ'টি ছয় এবং দু'টি চার। প্রথম দু'টি ম্যাচ জিতে ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজ ২-০ পকেটে পুড়ে ফেলেছে টিম ইন্ডিয়া। এদিন শুধুমাত্র নিয়মরক্ষার ম্যাচ। তাই দলে কয়েকটি পরিবর্তন করা হয়েছিল। যদিও এদিনও জায়গা হয়নি শুভমন গিলের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ টি-২০ ম্যাচ ছিল। তাই সমস্ত কম্বিনেশন দেখে দিতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট।
♍কিন্তু এমন নির্বিষ ম্যাচে শুরুতে মুখ থুবড়ে পড়ে ভারত। একই ওভারে ব্যাক টু ব্যাক বলে ফেরেন যশস্বী জয়সওয়াল (৬ বলে ৪ রান) এবং বিরাট কোহলি (১ বলে ০ রান)। প্রথম দু'ম্যাচে অর্ধশতরান করা শিবম দুবে (৬ বলে ১ রান) এদিন ব্যর্থ হন। ফরিদ আহমেদের বিধ্বংসী বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করে ভারতীয় ব্যাটাররা। কিন্তু ভারতকে ম্যাচে ফেরানোর দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে নেন রোহিত এবং রিঙ্কু। কেকেআরের ক্রিকেটারকে শুরুতে একটু নড়বড়ে দেখালেও, সেট হওয়ার পর আর কোনও সুযোগ দেননি।