একেবারে ‘বাপি বাড়ি যা’ স্টাইলে বাবর আজমকে সাজঘরে পাঠালেন হার্দিক পান্ডিয়া। বাউন্ডারি হজম করার পরের বলেই পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে সাজঘরে ফেরান তিনি। বাবরক✱ে আউট করার পর হাত নেড়ে বাইবাই করতে ভোলেননি হার্দিক। বাবরকে বাইবাই করার হার্দিকের ভিডিয়ো সঙ্গে সঙ্গে নেটপাড়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: ভারত𝓰ের বিরুদ্ধে নামার আগের দিন অনꦺুশীলনেই এলেন না বাবর,আত্মতুষ্টি নাকি পিছনে আছে অন্য কারণ?
রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং পাকিস্তান- দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। এদিন রোহিত সর্মা ফের টসে হারেন। এই নিয়ে ওডিআই ফর্ম্যাটের ক্ষেত্রে টানা ১২ ম্যাচে টস হারলেন রোহিত। এদিকে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। আর চোট পেয়ে ছিটকে যাওয়া ফখর জামানের অনুপস্থিতিতে পাকিস্তানের হয়ে বাবরের সঙ্গে ওপেন করতে নাম🦩েন ইমামℱ-উল-হক। বাবর-ইমাম জুটি প্রথম উইকেটে ৮.২ ওভারে ৪১ রান করে ফেলেছিল। সেই সময়ে বাবর আজমকে আউট করে পাকিস্তানকে বড় ধাক্কা দেন হার্দিক পান্ডিয়া।
বাবরের উইকেট নেন হার্দিক পান্ডিয়া
হার্দিক পান্ডিয়া তাঁর দ্বিতীয় ওভারে বল করতে এলে, প্রথম ডেলিভারিতেই চার হাঁকান বাবর। এর পর হার্দিককে খুব হতাশ লাগছিল। মাঠের মধ্যেই দুই হাত জড়ো করে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। কিন্তু পরের বলেই হার্দ🤡িক তাঁর ভুল সংশোধন করে ভারতকে বড় সাফল্য এনে দেন। বাবরকে প্যাভিলিয়নে পাঠানোর কাজটা করেন হার্দিক। পাঁচটি চারের সাহায্যে ২৬ বলে ২৩ রান ꩲকরে আউট হন বাবর।
আরও পড়ুন: গিলের শতরানের জন্য ন𒅌িজের হাফসেঞ্চুরি বলি দেন কেএল, যদি হার্দিক হতেন… নেটপাড়ায় পুরনো আতঙ্ক
একটা সময় মনে হচ্ছিল বাবর এদিন বড় ইনিংস খেলবেন। কিন্তু তা হয়নি। পাক ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলে বাবর একটি কভার ড্রাইভ শট খেলতে চেয়েছিলে💖ন, কিন্তু ঠিকঠাক ব্যাটে-বলে হয়নি। ব্যাটের কানায় লেগে ক্যাচ ওঠে। এবং সেই ক্যাচ চলে যায় সরাসরি উইকেটের পিছনে কেএল রাহুলের কাছে। রাহুল ক্যাচ ধরতে কোনও ভুল করেননি।
বাইবাই করলেন পান্ডিয়া
আর বাবরকে আউট করার পরে তারকা ব্যাটারে উদ্দেশ্যে হার্দিক পান্ডিয🥂়াকে বাই-বাই ইঙ্গিত করতে দেখা গিয়েছে। হার্দিকের এমন ইঙ্গিতের ভিডিয়ো খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আউট হওয়ার পর বাবরের মুখে হতাশার ছাপ স্পষ্ট ছিল। তবে বাবর একা নয়, দুবাইয়ে ম্যাচ দেখতে আসা পাকিস্তানি সমর্থকেরাও খুব হতাশ হয়ে পড়েন এই আউটের পর। বাবরকে আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন হার্দিক।
রোহিতের চোট নিয়ে আশঙ্কা
রোহিত শর্মার চোট নিয়ে কিছুটা আশঙ্কায় টিম ইন্ডিয়া। পাক ইনিংসের নবম ওভারের সময়ে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে পা স্ট্রেচ করতে দেখা যায়। সে সময়ে হিটম্যানের মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট, যা দেখে ভারতের ক্রিকেট সমর্থকেরা আশঙ্কিত হয়ে পড়েন। এমন কী দীনেশ কার্তিকও মন্তব্য করেন যে, এটা রোহিত শর্মার হ্যামস্ট্রিংয়ে টান লাগার ঘটনা হতে পারে। তবে রোহিত প্রথম দিকে মাঠ ছেড়ে যাননি। ফ𒅌িল্ডিং করছিলেন। ১৩ ওভারের পরে মাঠ ছাড়েন রোহিত। সেই সময়ে শুভমন গিলকে নেতৃত্ব দিতে দেখা যায়। তবে ১৯তম ওভারে রোহিত শর্মাকে ফের মাঠে ফিরে আসতে দেখা গিয়েছে। সম্ভবত, তিনি এখন ঠিক আছেন।