শুভব্রত মুখার্জি: আইপিএলের পারফরম্যান্স এখন নিঃসন্দেহে অতীত। গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ক্রিকেটার তথা অধিনায়ক হিসেবে 🧸সময় একেবারেই ভালো কাটেনি হার্দিক পান্ডিয়ার। তার পরেও তিনি টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পান, যা নিয়ে কম সমালোচনা হয়নি। তবে ভারতের হয়ে প্রথম দুই ম্যাচেই বল হাতে তাঁর পারফরম্যান্স সব সমালোচনার জবাব যেন দিয়ে দিয়েছে। রবিবার যারা খারাপ পারফরম্যান্সের কারণে হার্দিকের দিকে আঙুল তুলছিলেন, আজ তারাই তাঁকে হিরোর আসনে বসাচ্ছেন। আর এমন আবহেই রবিবার পাকিস্তানের বিরুদ্ধে তাঁর বোলিং পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। এই ম্যাচেই পাক তারকাকে আউট করার পরেও তাঁর উচ্ছ্বাসহীন হাবভাব ভাইরাল হয়ে গিয়েছে।
ম্যাচে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি হার্দিক পান্ডিয়🦄া। তবে বল হাতে একেবারে জ্বলে ওঠেন তিনি। জসপ্রীত বুমরাহকে তিনি দুর্দান্ত ভাবে সহায়তা করেন। ফখর জামান এবং শাদাব খানকে আউট করে🌼ন তিনি। দুই তারকাকেই তিনি ফেরান শর্ট বলে। দু'জনেই হার্দিককে পুল করতে গিয়ে মিস টাইম করে আউট হন। দুই পাক তারকাকে আউট করে দেওয়ার পরে হার্দিককে একেবারেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি। একবার তাঁকে দেখা যায়, উইকেট নিয়ে কাঁধ ঝাঁকাতে। অর্থাৎ ভাবখানা এমন যেন, এ আর এমন কী করেছি আমি! দেশের হয়ে তো এটাই আমি করে আসছি।
আরও পড়ুন: পাক ফিল্ডিংয়ের দুরবস্থ⛦া দেখে হেস🎶ে গড়াল রোহিত, হাসি চাপার ব্যর্থ চেষ্টা কোহলির- ভিডিয়ো