ফের অন্য ভূমিকায় দেখা গেল রোহিত শর্মাকে। রবিবার (৪ অগস্ট) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চলতি ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে রোহিতকে পাওয়া গেল বোলার হিসাবে। এর আগে লঙ্কা বাহিনীর বিরুদ্ধে টি২০ সিরিজে সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংরা বল করে চমকে দিয়েছিলেন। এবার ভারতের♊ ওডিআই এবং টেস্ট অধিনায়ক রোহিতও বল করে সকলকে অবাক করে দিলেন।
আরও পড়ুন: রোহিতের ব্যা𒁃টিং নয় এই বিশেষ গুণের জন্য ওডিআই সিরিজ দেখবেন সূর্য!
টস জিতে রবিবার (৪ অগস্ট) প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। আর তাদের ইনিংসের ৩৯তম ওভারে প্রথম বল করতে আসেন 🥀রোহিত। তাঁর নিজের প্রথম ওভারে রোহিত দেন ৬ রান। এর পর তিনি ৪১তম ওভারে বল করে দেন ৫ রান। এই দুই ওভারই বল করেন রোহিত। তিনি মোট ১১ রান দেন। কোনও উইকেট অবশ𝄹্য রোহিত পাননি।
আরও পড়ুন: রিপোর্ট- হ্যাম্পশায়ারের মেজরিটি শেয়🎶ার কিনতে চলেছে DC-র মালিক, টাকার অঙ্কটা শুনলে চোখও কপালে তুলবেন
সিরিজের দ্বিতীয় ওয়ান ডে-তেও পিচ ছিল সেই স্পিন সহায়কই। যে কার🍸ণে শ্রীলঙ্কা একাদশে মাত্র এক জন পেসার খেলিয়েছিলেন। তবে ভারত দুই পেসার নিয়ে মাঠে নামেন। যে কারণে দলে পার্টটাইম স্পিনারের দরকার ছিল। প্রথম ওয়ান ডে-তে ভাইস ক্যাপ🥂্টেন শুভমন গিল মাত্র ১ ওভার বোলিং করেছিলেন। আর দ্বিতীয় ম্যাচে বল করলেন রোহিত শর্মা।
আগে থেকেই ইঙ্গিত🎃 ছিল যে, রোহিত শর্মা চলতি ওডিআই-এ বল করতে পারেন। এমন কী তাঁকে দ্বিতীয় ওডিআই-এর আগে নেটে বোলিং অনুশীলন করতেও দেখা গিয়েছিল। আর সব জল্পনার অবসান ঘটিয়ে এদিনের ম্যাচে হাত ঘোরালেন ভারত অধিনায়ক।
ভারতের প্রধান কোচ হিসাবে গৌতম গম্ভীরের যুগের সূচনা হওয়ার পরেই টিম ইন্ডিয়ায় নানা রকম পরীক্ষা চালানো হচ্ছে। আসলে গৌতি নিজেও চান, প্রয়োজনের সময়ে ব্যাটাররা কয়েক ওভার বল করুন💜। প্রসঙ্গত, রোহিত শেষ বার ২০২৩ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে বল করেছিলেন। ওডিআই-তে ৯টি উইকেটও রয়েছে রোহিতের। এমন কী আইপিএলে হ্যাটট্রিকও করেছেন তিনি।
এ♑দিন প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে। সর্বোচ্চ ৪০ করে রান যুগ্ম ভাবে করেন আবিষ্কা ফার্নান্ডো এবং কামিন্দু মেন্ডিস। এছাড়া ৩৯ করেন দুনিথ ওয়েলালাগে। ৩০ রান করেন কুশল মেন্ডিস, ২৫ করেন চরিথ আসালঙ্কা। এদিকে ভারতের হয়ে ৩ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ২ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। একটি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেল।