মহিলা টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতকে। ভালো পারফরম্যান্স করতে ব্যর্থ হন হরমনপ্রীত-স্মৃতিরা। পড়তে হয় সমালোচনার মুখে। এবার সেইসব ভুলে ঘরের মাঠে ৩ ম্যাচের ওডিআই সিরিজে 💛নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত। বৃহস্পতিবার আমদꩵাবাদে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়। চোটের কারণে প্রথম ম্যাচে খেলেননি অধিনায়ক হরমনপ্রীত কৌরকে। তাঁর জায়গায় অধিনায়ক হয়েছেন স্মৃতি মন্ধনা। এদিনের ম্যাচে ৫৯ রানে জয় পায় ভারতের মেয়েরা। নিঃসন্দেহে এই জয় যথেষ্ট আত্মবিশ্বাস বাড়িয়েছে ভারতের মেয়েদের। ম্যাচ শেষে দলের বোলিং এবং ফিল্ডিং পারফরম্যান্স নিয়ে প্রশংসার সুর ধরা পড়ে অধিনায়ক স্মৃতির গলায়। উল্লেখ্য, গত সপ্তাহেই মহিলা টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড।
ম্যাচ শেষে স্মৃতি বলেন, ‘বিগত ১.৫ থেকে ২ মাস আমাদের জন্য খুবই কঠিন ছিল, তাই একটি জয় দিয়ে সিরিজ শুরু করতে পেরে ভালো লাগছে। আপনি যদি ক্রিকেটে বিশ্বাস না করেন তবে আপনি সফল হবেন না।’ এদিনের ম্যাচেও ভারতের ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেনি। নিয়মিত উইকেট পড়তে থাকায় মাত্র ২২৭ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। তবে ভারতের বোলাররা এদিনের ম্যাচে দুরন্ত বোলিং করেন। অভিষেকেই বল হাতে নজর কাড়েন সাইমা ঠাকুর। তাঁর প্রসঙ্গে অধ🐈িনায়ক বলেন, ‘সাইমা আমাদের সঙ্গে গত কয়েক মাস ধরে আছে। ওর মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে, আমরা তার কঠোর পরিশ্রম দেখেছি। তার জন্য সত্যিই খুশি এবং আশা করি এটি তার জন্য সূচনা মাত্র’।
সাইমা ম্যাচ শেষে বলেন, ‘আমি এই মুহূর্তটার জন্য খুব ধৈর্য্য ধরেছি, দলের সবাই খুবই অসাধারণ। এটাই জয়ের রহস্য। সত্যি বলতে খুবই ফ্ল্যাট উইকেট ছিল। এটি ব্যাটসম্যানদের জন্য স্বর্গ ছিল। কিন্তু আমরা একটি বোলিং গ্রুপ হিসাবে সত্যিই ভালো পারফরম্যান্স করেছি এবং ভাগ্যক্রমে ফলাফলও আমাদের ফরে এসেছে’। প্রসঙ্গত, এদিনের ম্যাচে অভিষেক হয় সাইমা ঠাকুর এবং তেজল হাসাবনিসের। দু’জনেই বেশ ভালো পারফরম্যান্স করেন। ভারতের হয়ে নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ৬৪ বলে ৪২ রান করেন তেজল। অন্যদিকে বল হাতে ২৬ রান দিয়ে দুই উইকেট নেন সাইমা। ভারতের মহিলা দলের নিউজিল্যান্ডের বিরুদ্ধে এখনও আরও ২টি ওডিআই꧋ ম্যাচ বাকি রয়েছে। পরবর্তী দꦅু’টি ম্যাচ রয়েছে ২৭ এবং ২৯ অক্টোবর।