ভিজে আউ🎉টফিল্ডের জন্য ভারত-বাংলাদেশ কানপুর টেস্টের প্রথম দিনের খেলা শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে। বৃষ্টির জন্য লাঞ্চের পরে প্রথম দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু হয় ১৫ মিনিট দেরিতে। পরে মন্দ আলো ও বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা বন্ধ হয়ে যায় চায়ের বিরতির বহু আগেই। লাঞ্চের পরে খেলা হয় মোটে ৯ ওভার। প্রকৃতি বাধ সাধায় কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয় সাকুল্যে ৩৫ ওভার।
প্রথম দিনে তবু বেশ কিছুটা খেলা উপভোগ করেছেন গ্রিন পার্কের দর্শকরা। তবে সকাল থেকে দফায় দফায় ঝিরঝিরে বৃষ্টি হওয়ায় দ্বিতীয় দিনে নির্ধারিত সময়ে খেলা শুরুই করা যায়নি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দ্বিতীয় দিনে ম্য💞াচ শুরু হওয়া নিতান্ত কঠিন।
ব🌸ৃষ্টির জন্য সারারাত গোটা মাঠ ঢাকা দেওয়া ছিল। সকাল থেকে একবারের জন্যও কভার তোলা যায়নি। ফলে সকাল সকাল বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয় যে, দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু হবে না। দিনের প্রথম সেশনের খেলা ভেস্তে যায় বৃষ্টিতে।
লাঞ্চের পরে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলাও যথা সময়ে শুরু করা যায়নি। ফলে দ্বিতীয় দিনে আদৌ ম্যাচ শুরু সম্ভব হবে কিনা, সেই বিষয়ে ঘোর সংশয় দেখা দেয়। রোদের দেখা নেই। মাঠের কয়েকটি জায়গায় জল জমে গিয়েছে। বৃষ্টি থামলেও সেই স্পটগুলিকে খেল꧟ার উপযোগী করে তুলতে সময় লাগবে বিস্তর। তাছাড়া কভারের উপরেও জল জমে রয়েছে। সুপার সপার চালিয়ে সেই জমা জল তুলে ফেলতেও সময় লাগবে। সুতরাং, বৃষ্টি꧟ থামলেই যে তড়িঘড়ি ম্যাচ শুরু করা যাবে, এমনটা নয় মোটেও।
কানপুরের প্রতি ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস
উল্লেখ্য, কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। গ্রিন পার্কে প্রথম দিনের শেষে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনꦺিময়ে ১০৭ রান তোলে। মোমিনুল হক ৪০ ও মুশফিকুর ৬ রানে অপরাজিত থাকেন। আকাশ দীপ ৩৪ রানে ২ উইকেট নেন। ২২ রানে ১টি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।