ইংল্যান♍্ড-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ক্রিকেট বিশ্বে চর্চা হয় বিস্তর। দু'দেশের মধ্যে টানটান প্রতিদ্বন্দ্বিতার জন্যই উত্তেজনার পারদ চড়ে অ্যাশেজের লড়াই নিয়ে। ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের উত্তাপ ছাপিয়ে যায় সব কিছুকে। যদিও সাম্প্রতিক সময়ে পাকিস্তানের উপরে কার্যত ছড়ি ঘোরায় টিম ইন্ডিয়া।
তবে ভারত-শ্রীলঙ্কার 🅺দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ নিয়ে তেমন হইচই হয় না উপমহাদেশেই। কেননা এক্ষেত্রে ভারতের অধিপত্য এতটাই একতরফা যে, ম্যাচে✨র আগেই ফলাফল অনুমান করতে বিশেষ অসুবিধা হয় না ক্রিকেটপ্রেমীদের।
শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সাম্প্রতিক আধিপত্য চমকে দেওয়ার মতো। ২০২৩-এর জানুয়ারি থেকে দু'দেশের দ্ব𝐆িপাক্ষিক লড়াইয়ের ইতিহাসে চোখ রাখলে অবাক হতে হবে নিশ্চিত। কেননা সব ফর্ম্যাট মিলিয়ে শ্রꩲীলঙ্কার বিরুদ্ধে শেষ ১০টি ছেলেদের আন্তর্জাতিক ম্যাচে জয় তুলে নিয়েছে ভারত। অর্থাৎ, টিম ইন্ডিয়ার কাছে টানা ১০টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে পরাজিত হয় দ্বীপরাষ্ট্র।
২০২২ সালের পরে ভারতের বিরুদ্ধে কোনও টেস্ট ম্যাচ খেলেনি শ্রীলঙ্কা। তারা ভারতের বিরুদ্ধে শেষবার কোনও আন্তর্জাতিক ম্যাচ জেতে ২০২৩ সালের ৫ জ🌺ানুয়ারি। সেবার পুণের টি-২০ ম্যাচে ভারতকে ১৬ রানে হারিয়ে দেয় শ্রীলঙ্কা। তার পর থেকে ৬টি ওয়ান ডে ꦯও ৪টি টি-২০ ম্যাচে ভারতের কাছে হেরে যায় শ্রীলঙ্কা।
ভারত বনাম শ্রীলঙ্কা শেষ ১০টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ফলাফল
১. ২০২৩ সালের ৭ জ⛦ানুয়ারি রাজকোটের টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৯১ রানে হারিয়ে দেয় ভারত।
২. ২০২৩ সালের ১০ জানুয়ারি গুয়াহাটির ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্ক🉐াকে ৬৭ রানে পরাজিত করে টিম ইন্ডিয়া।
৩. ꦰ২০২৩ সালের ১২ জানুয়ারি কলকাত🅷ার ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দেয় ভারত।
৪. ২০২৩ সালের ১৫ জানুয়ারি তিরুবনন্তপুরমের ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কাকে ৩১৭ রানে বিধ্ব꧟স্ত করে টিম ইন𓆏্ডিয়া।
৫. ২০২৩ সালের ১২ সেপ💮্টেম্বর কলম্বোর ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে দেয় ভারত।
৬. ২০২৩ সালের ১৭ সেপ্টে🔥ম্বর কলম্বোর ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ উইকেটে ম্যাচ🍌 জেতে ভারত।
৭. ২০২৩ সালের ২ ন🧔ভেম্বর মুম্বইয়ের ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া।
৮ꦏ. ২০২৪ সালের ২৭ জুলাই পাল্🐈লেকেলের টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৩ রানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া।
৯. ২০২৪ সালের ২৮ জুলাই পাল্🐽লেকেলের টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৭ উইকেটে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া।
৯. ২০২৪ সালের ৩০ জুলাই পাল্লেকেলের টি-২০ ꦍম্🌳যাচে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারিয়ে দেয় ভারত।