অক্টোবরে শুরু হবে মহিলা টি-২০ বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় মহিলা দল। খেলার পাশাপাশি মানসিক শক্তি বিকাশের উপর জোর দিচ্ছেন ক্রিকেটাররা, জানালেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভারত টি-২০ বিশ্বকাপে বেশ কﷺঠিন গ্ৰুপে রয়েছে। তাদের সঙ্গে গ্ৰুপ এ-তে রয়েছে অস্ট্রেলিয়া এবং পাকি༺স্তানের মতো কঠিন প্রতিপক্ষ। এবার ভারতীয় শিবির কঠিন পরিস্থিতিতে লড়াইয়ের জন্য এবং আগের ফাইনালে হারের স্মৃতি থেকে বেরিয়ে আসতে মানসিক শক্তি বিকাশের উপরই বেশি জোর দিচ্ছে।
অক্টোবরের ৩ তারিখ থেকে শুরু হবে মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৪। গ্ৰুপ এ-তে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তাদের সঙ্গে একই গ্ৰুপে রয়েছে শেষবার সহ মোট ৬ বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এছাড়াও গ্ৰুপে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ভারতের অধিনায়ক হরমনপ্রীতের মতে, ভারতীয় দল মানসিক দৃঢ়তার উপর ফোকাস করছে বেশ কিছু সময় ধরে। তিনি মনে কꦯরেন এরফলে তাঁরা আসন্ন চ্যালেঞ্জগুলো সহজেই মোকাবিলা করতে পারবেন এবং নিজেদের সেরা পারফরম্যান্সটা ℱদেশের জন্য দিতে পারবেন।
ভারত ২০২০ টি-২০ মহিলা বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল। মানসিক প্রস্তুতির মাধ্যমে এবছর তাঁরা নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দিতে পারবেন বলে আশাবাদী অধিনায়ক হরমনপ্ৰীত। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘ আমরা অনেকদিন ধরে নিজেদের মানসিক শক্তিকে বিকশিত করার পেছনে কাজ করছি। টি-২০ মোটেও ছোট ফরম্যাট নয়। দিনের শেষে আপনাকে ৪০ ওভার খেলতে হয়। এখা💦নে শেষের ৩-৪ ওভার খুবই গুরুত্বᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚপূর্ণ হয়ে ওঠে। আশা রাখি এবছর সব বাধা কাটিয়ে আমরা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হব’। হরমনপ্ৰীত আরও বলেন, ‘আমার দেখে ভালো লাগছে দলে দেশের সব প্রান্তের খেলোয়াড় আছে। প্রত্যেকের আলাদা আলাদা নিজস্বতা আছে। দেশের সব রাজ্যের খেলোয়াড়রা একজন আরেকজনের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করছে, ফলে আপনি একে অপরের সংস্কৃতি সম্পর্কে জানতে পারছেন'।
প্রসঙ্গত, ভারত এর আগে ২০২০ টি-২০ বিশ্বকাপের ফাইনালে ৮৫ রানে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল। ২০১৭ ওডিআই বিশ্বকাপের ফাইনালে মাত্র ৯ রানে পরাজিত হয়েছিল ইংল্যান্ডের কাছে। এবছর টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম খেলা ৪ অক্টোবর, বিপক্ষ দল নিউজিল্যান্ড। পরবর্তী খেলায় ৬ অক্টোবর মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। এবছর এশি꧑য়া কাপের ফাইনালে হারের পর ফের ৯ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ১৩ অক্টোবর নিজেদের শেষ গ্ৰুপ পর্বের ম্যাচে হরমনপ্ৰীতরা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।